Vaibhav Suryavanshi: ১৩ বছরে কোটিপতি, বৈভবের নতুন কাহিনি আইপিএলে Image Credit source: X
কলকাতা: ২৭ কোটির ঋষভ পন্থকে নিয়ে চর্চা চলতে পারে, কিন্তু বিস্ময় নেই। ২৭ ছুঁইছুঁই শ্রেয়স আইয়ারকে নিয়েও আলোচনার অন্ত নেই। কেকেআরের সদ্য প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে তবুও হতবাক নন কেউ। আইপিএলে কোটিপতি নতুন নয়। অটোচালকের ছেলে থেকে ক্লাব তাঁবুতে রাত কাটানে ক্রিকেটার — গল্প লম্বা। ১৭ বছরের আইপিএল এমনই লহমায় ভাগ্য বদলে দিয়েছে অনেকের। কিন্তু এমনও হয়! জেড্ডায় আইপিএলের মেগা নিলামে (IPL Mega Auction) যাবতীয় আলোচনার উর্ধ্বে উঠেছেন বিহারের এক বাচ্চা ছেলে। যাঁর বয়স মাত্র ১৩। বিরাট কোহলি, রোহিত শর্মাদের আইপিএলে নতুন ট্যাগলাইন তৈরি করেছেন যিনি, তেরোতেই কোটিপতি। কী নাম এই বিস্ময় বালকের? বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
৩০ লক্ষ ছিল বেস প্রাইস। ঘটনা হল আইপিএলের ইতিহাসে কোনও দিন এত কম বয়সী কাউকে নিলামে দেখা যায়নি। কৈশোরেই বৈভব যথেষ্ট আলোড়ন ফেলেছেন। রঞ্জিতে ডেবিউ হয়েছে গত মরসুমে। সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে তৈরি হয়েছে যে নতুন রেকর্ড। আশ্চর্যের হল ১৩ বছরের এই কিশোরের প্রতিভায় অনেকেই বিস্মিত। ক্রিকেট মহল বলছে এ ছেলে অচিরেই আন্তর্জাতিক আঙিনায় পা রাখবে। সিনিয়রদের ক্রিকেটে শিগগিরই দেখা যাবে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তার আপাতত দরকার নেই। আইপিএলে যে হইচই ফেলতে চলেছেন তিনি, তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই।
আইপিএলের হাব বলা হয় রাজস্থান রয়্যালসকে। অজিঙ্ক রাহানে থেকে শুরু করে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল প্রত্যেকেই রাজস্থান থেকেই বড় হয়ে উঠেছেন। আরও ভালো করে বললে রাহুল দ্রাবিড়ের হাত ধরেই এঁরা চিনেছেন সাফল্যের পথ। সেই রাহুল আবার ফিরেছেন রাজস্থানে। আর সেই কারণেই বৈভবকে তুলেছে রাজস্থান। ইতিমধ্যেই বৈভবের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে খেলা হয়ে গিয়েছে। আইপিএলের প্রথম মরসুমে সুযোগ পাবেন কিনা, তা জোর দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু দ্রাবিড় যে তাঁকে এগিয়ে দেবেন অনেকখানি পথ, তাতে আর আশ্চর্যের কী।
𝙏𝙖𝙡𝙚𝙣𝙩 𝙢𝙚𝙚𝙩𝙨 𝙤𝙥𝙥𝙤𝙧𝙩𝙪𝙣𝙞𝙩𝙮 𝙞𝙣𝙙𝙚𝙚𝙙 🤗
13-year old Vaibhav Suryavanshi becomes the youngest player ever to be sold at the #TATAIPLAuction 👏 🔝
Congratulations to the young𝙨𝙩𝙖𝙧, now joins Rajasthan Royals 🥳#TATAIPL | @rajasthanroyals | #RR pic.twitter.com/DT4v8AHWJT
— IndianPremierLeague (@IPL) November 25, 2024
১ কোটি ১০ লক্ষ টাকায় বিকোনো বিহারের ছেলে কী ভাবছেন এখন? হয়তো রাহুল দ্রাবিড়ের ফোন এতক্ষণে চলে গিয়েছে। পরামর্শ পেয়েছেন, ‘মাটিতে পা রাখো।’ বিহারের গ্রামের ছেলে কি আইপিএলের নতুন জ্যোতিষ্ক হতে চলেছেন।