পরের মরশুমে কেকেআরের অধিনায়ক কি রাহানে? মুখ খুললেন ভেঙ্কি মাইসোর


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলাম থেকে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সমস্যা হল গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবার দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে অধিনায়ক কে হবেন? সেই নিয়েই এখন যাবতীয় জল্পনা। প্রথমে মনে করা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারই হবেন নাইটদের অধিনায়ক। তবে শেষবেলায় অজিঙ্ক রাহানেকে দলে নিয়ে খানিক চমক দিয়েছে নাইটরা। শোনা যাচ্ছে, রাহানেও অধিনায়কত্বের দৌড়ে ঢুকে পড়েছেন। কী পরিকল্পনা রাহানেকে নিয়ে? মুখ খুললেন নাইটদের সিইও বেঙ্কি মাইসোর।

আইপিএল নিলামের প্রথম দিনই ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেনে নাইটরা। এই বিপুল অঙ্কে ভেঙ্কিকে দলে ফেরানোয় অনেকেই মনে করছিলেন হয়তো তিনিই অধিনায়ক হবেন। ভেঙ্কটেশ এখনও দৌড়ে আছেন। তবে কারও কারও মতে, ওই দৌড়ে ঢুকে পড়েছেন রাহানেও। কারণ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর অবশ্য বলছেন, অধিনায়কত্ব নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি নাইটরা।

বেঙ্কি মাইসোরের কথায়, “এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে দল গোছানো হয়েছে। এ বার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে।” কেকেআর সিইও বলছেন, “এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে। সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। থিঙ্ক ট্যাঙ্কের সকলে একত্রিত হলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমার আশা, সেরা সিদ্ধান্তটাই নিতে পারব।” এর আগে কেকেআরের জার্সিতে ২০২২ সালে খেলেছেন রাহানে। সেবার ৭ ম্যাচে মোটে ১৩৩ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১০৪-এর আশেপাশে।

আইপিএলে কেকেআরের পুরো দল:

রিঙ্কু সিং (১৩ কোটি)
সুনীল নারিন (১২ কোটি)
আন্দ্রে রাসেল (১২ কোটি)
বরুণ চক্রবর্তী (১২ কোটি)
হর্ষিত রানা (আনক্যাপড) (৪ কোটি)
রমনদীপ সিং (আনক্যাপড) (৪ কোটি)

ভেঙ্কটেশ আইয়ার ২৩.৭৫ কোটি
আনরিখ নখিয়া ৬.৫০ কোটি
কুইন্টন ডি’কক ৩.৬০ কোটি
অঙ্গকৃষ রঘুবংশী ৩ কোটি
রহমানুল্লাহ গুরবাজ ২ কোটি
বৈভব অরোরা ১.৮০ কোটি
ময়ঙ্ক মার্কণ্ডে ৩০ লক্ষ

রভম্যান পাওয়েল ১.৫০ কোটি
স্পেনসার জনসন ২.৮০ কোটি
মইন আলি ২ কোটি
অজিঙ্ক রাহানে ১.৫০ কোটি
উমরান মালিক ৭৫ লক্ষ
মণীশ পাণ্ডে ৭৫ লক্ষ
অনুকূল রায় ৮০ লক্ষ
লাভনীত সিসোদিয়া ৩০ লক্ষ

Leave a Reply