পারথের ইতিহাসের গল্প ছেলেকে শোনাবেন বুমরাহ, অঙ্গদের জন্য থাকবে টি-২০ বিশ্বকাপের কাহিনিও


স্টাফ রিপোর্টার: অঙ্গদ বুমরাহর বয়স এখন মাত্র এক বছর। ফলে তার পিতা জশপ্রীত বোলার এবং ক্যাপ্টেন হিসাবে সোমবার অপ্টাস স্টেডিয়ামে ঠিক কী করেছেন, তা বোঝার মতো অবস্থা এখনও হয়নি তার। তবে একদিন অঙ্গদ ঠিক জানবে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের বিষয়। আর সেই গল্পটা তাকে বলবেন বুমরাহ স্বয়ং।

পারথের ওয়াকা বাতিল করে নতুন অপ্টাস স্টেডিয়ামে এখন টেস্ট খেলে অস্ট্রেলিয়া। আর ২০১৮-র ডিসেম্বরে চালু হওয়া এই স্টেডিয়ামে সোমবারের আগে পর্যন্ত কোনও টেস্ট হারেনি তারা। শুধু তাই নয়, এখানে হওয়া চার টেস্টেই বেশ হেসেখেলে জিতেছেন প্যাট কামিন্সরা। অবশেষে সোমবার বদলে গেল ছবিটা, বদলে দিল টিম ইন্ডিয়া। আর স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে হারের ছ’বছর পর সেই অপ্টাসেই অজি-গরিমা ধুলোমলিন করার কাজে ভারতকে নেতৃত্ব দিলেন বুমরা। নেতা হিসাবে প্রথমবার টেস্ট জয়ের পর যিনি বলছিলেন, “অধিনায়ক হিসাবে প্রথম জয় পেলাম। ফলে এই টেস্টটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। আমি খুব খুশি। আর আমার ছেলেও এখানে রয়েছে। ভবিষ্যতে ছেলের সঙ্গে এই ম্যাচের স্মৃতিচারণাও করব। ও এখন খুবই ছোট। তবে যখন ও বড় হবে, আমি ওকে অনেক গল্পই বলব। ওকে বলব, তুমি যখন খুব ছোট ছিলে তখন পারথে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ জিতেছিলাম।” এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও উপস্থিত ছিল অঙ্গদ। ছেলেকে সেই প্রতিযোগিতার গল্পও বলবেন বুমরা, যিনি চাইছেন পারথের মতোই পেস-বাউন্সে ভরা উইকেটে হোক সিরিজের বাকি ম্যাচ।

রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে এই টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। তবে অ্যাডিলেডে পরের টেস্টে দলে ফিরতে চলেছেন ভারত অধিনায়ক। আর ‘হিটম্যান’-কে অধিনায়কের জায়গা ছেড়ে দেওয়া নিয়ে কোনও কুণ্ঠা নেই বুমরাহর। বলে গেলেন, “রোহিত আমাদের অধিনায়ক। আমি শুধু ওর অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছি। আর নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করাটাই আমার লক্ষ্য থাকে।” দলের আর এক তারকা বিরাট কোহলির প্রশংসাও করেছেন তিনি। “বিরাটের এখন আর আমাদের প্রয়োজন নেই। বরং ওকে আমাদের প্রয়োজন। ও জানে অস্ট্রেলিয়ায় কী করতে হবে। বিরাট সবসময়ই কঠিন পরিস্থিতিতে ব্যাট করেছে। দুরন্ত ফর্মে আছে। প্রথম ইনিংসে একটা ভালো বলে আউট হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে সব সামলে নিয়েছে নিজের অভিজ্ঞতা দিয়ে।” প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা, নীতীশ রেড্ডির পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন বুমরা। সঙ্গে জানিয়ে দিয়েছেন, অ্যাডিলেডে ফের শূন্য থেকেই শুরু করবে টিম ইন্ডিয়া।

Leave a Reply