অজি সফরের জন্য ঋষভকে শুভেচ্ছাবার্তা উর্বশীর! ‘এই না হলে ভালোবাসা’, বলছে নেটদুনিয়া


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গনগনে গরমে দীর্ঘ পথ হেঁটে তিনি নাকি শিবমন্দিরে পুজো দিয়েছেন ঋষভ পন্থের জন্য! বলি অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে এমন হাজারো জল্পনা শোনা যায় মাঝেমধ্যেই। এবার অভিনেত্রীকে নিয়ে শোনা গেল নতুন খবর। অস্ট্রেলিয়া সফরের আগে পন্থের জন্য তিনি নাকি বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার কথাও।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দুরন্ত কামব্যাক করেছেন পন্থ। আপাতত বর্ডার-গাভাসকর ট্রফি খেলার জন্য তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। পারথে প্রথম টেস্টে যথেষ্ট ভালো ব্যাটিং করেন তিনি। প্রথম ইনিংসে ৩৭ রান আসে পন্থের ব্যাট থেকে। ম্যাচে মোট ৬টি ক্যাচও নেন তিনি। ইতিহাস গড়ে পারথ টেস্ট ২৯৫ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভার‍ত।

এহেন সুসময়েই ফের নতুন করে পন্থের সঙ্গে জড়াল উর্বশীর নাম। আপাতত মডেলিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার মধ্যেই একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশিত সেই সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়, যদি ঋষভ পন্থের জন্য কোনও বিশেষ হ্যাশট্যাগ দিতে হয়, তাহলে কোন ট্যাগ দেবেন? হাসিমুখে উর্বশীর জবাব, “অল দ্য বেস্ট ফর অস্ট্রেলিয়া।” যদিও গোটা বিষয়টি নিয়ে আলোচনা না করতেই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

উল্লেখ্য, পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা হয়েছে। বছরদুয়েক আগে থেকে এই জল্পনা শুরু হয়। পন্থের প্রতি ভালবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তাঁর খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ। তবে ‘প্রিয়’ পন্থ যেন কঠিন অজি সফরে গিয়ে ভালো খেলেন, সেই প্রার্থনায় মগ্ন উর্বশী। গোটা বিষয়টিতে নেটদুনিয়ার দাবি, সত্যিই পন্থকে বড্ড ভালোবাসেন বলি অভিনেত্রী। 



Leave a Reply