ঋষভের জন্য বিশেষ বার্তা উর্বশীর, লাল হৃদয় ইমোজি দিয়ে কী বোঝালেন ‘ছুপা রুস্তম’ পন্থ?


কলকাতা: ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) কি ডেট করছেন বলি ডিভা উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে? এই প্রশ্ন হঠাৎ করেই আবারও একবার জোরাল হয়েছে। ঘটনার সূত্রপাত এক ভিডিয়ো থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা যায় উর্বশী টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। আর সেই ভিডিয়োর কমেন্ট সেকশনে জ্বলজ্বল করছে ঋষভ পন্থের নাম। যেখানে রয়েছে একটি লাল হৃদয়ের ইমোজি। এরপর থেকে সকলে ফের বলাবলি শুরু করেছেন, পন্থ ও উর্বশী নিশ্চয়ই প্রেম করছেন।

আসলে অতীতে বহুবার পন্থ ও উর্বশীর নাম একসঙ্গে জড়িয়েছে। তাঁরা দু’জনই অবশ্য কখনও স্বীকার করেননি যে প্রেম করছেন। এর আগে ২০২২ সালে একবার উর্বশী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক হোটেলের লবিতে মিস্টার আরপি তাঁর জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তীতে সকলেই ধরে নিয়েছিলেন মিস্টার আরপি বলতে উর্বশী ঋষভ পন্থের কথাই বলেছেন। এরপর তাঁদের নিয়ে নানা আলোচনা হয়েছিল। একসময় পন্থ রেগে উর্বশীকে বোনও বলেছিলেন।

এই খবরটিও পড়ুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল, যদি ঋষভ পন্থের জন্য কোনও বিশেষ হ্যাশট্যাগ দিতে হয়, তা হলে কোন ট্যাগ দেবেন? এই প্রশ্ন শুনে হাসিমুখে উর্বশী উত্তর দেন, ‘অস্ট্রেলিয়া সফরের জন্য শুভেচ্ছা।’ এই এক লাইন বার্তা দেওয়ার পরই হাসতে থাকেন উর্বশী। ইন্সটাগ্রামের ওই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কমেন্ট সেকশনে দেখা গিয়েছে পন্থের নাম। পাশে একটি লাল হৃদয়ের ইমোজি। এটি দিয়ে কী বোঝাতে চাইলেন ‘ছুপা রুস্তম’ ঋষভ পন্থ? তা অবশ্য পরিষ্কার নয়।

ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার ভক্তরা ওই পোস্টের কমেন্ট সেকশন ভরিয়েছেন নানা কথায়। এক ইন্সটা ব্যবহারকারী লেখেন, ‘মনে হচ্ছে ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছে।’ অপর একজন লেখেন, ‘এ বার ঋষভ ভালো পারফর্ম করবে। এর থেকে বড় মোটিভেশন আর কী চাই।’



Leave a Reply