‘নতুন সফর শুরু’, দিল্লির ব্যাটন কি কেএল রাহুলের হাতে? ৩১ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় ইঙ্গিত…


KL Rahul: ‘নতুন সফর শুরু’, দিল্লির ব্যাটন কি কেএল রাহুলের হাতে? ৩১ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় ইঙ্গিত…

কলকাতা: পঁচিশের আইপিএল (IPL 2025) এক আলাদা আমেজ নিয়ে আসবে। একাধিক টিমের ক্যাপ্টেন বদলে যাবে। জেড্ডায় মেগা নিলাম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পর থেকে ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লি ক্যাপিটালস শিবির এখন পন্থের জীবনে অতীত। তিনি এখন লখনউয়ের প্লেয়ার। ঠিক উল্টোটা হয়েছে লোকেশ রাহুলের (KL Rahul)। লখনউ ছেড়ে তিনি বসতে চলেছেন দিল্লির মসনদে। আজ, বুধবার এক ৩১ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় কেএল রাহুল জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যোগ দেওয়ার পর তাঁর মনের ভাব।

দিল্লি ক্যাপিটালসে কেএল যুগ শুরু? তিনি কি পাবেন টিমের নেতৃত্বের দায়িত্ব? প্রশ্ন একঝাঁক ঘোরাফেরা করছে। এই মুহূর্তে উত্তর নেই। এর মাঝে দিল্লির এক্স হ্যান্ডেলে রাহুলের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে আমি খুব খুশি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে একটা নতুন সফর শুরু করতে চলেছি। যার ফলে আমি খুবই উত্তেজিত। স্কোয়াড ভালোই হয়েছে। মরসুম শুরুর অপেক্ষায় রয়েছি। দিল্লিতে গিয়ে কোটলায় খেলার অপেক্ষাও করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে সেখানে।’

এই খবরটিও পড়ুন

ক্যাপ্টেন হিসেবে দিল্লির পক্ষ থেকে এখনও রাহুলের নাম ঘোষণা করা হয়নি। এটা ঠিক যে নতুন ক্যাপ্টেনের অধীনে পঁচিশের আইপিএলটা কাটাবে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এর আগে জেড্ডায় নিলামের ফাঁকে দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল টিমের ক্যাপ্টেন কে হতে পারেন, তা নিয়ে মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমাদের তরুণ ব্যাটিং লাইন আপ আছে। কেএল ও অক্ষর দু’জনই নেতৃত্ব দেবে। ওরা তরুণদের গাইড করবে। রাহুলের ব্যাটিং ও অভিজ্ঞতা সকলকে সাহায্য করবে।’ দিল্লি ক্যাপিটালসের কর্তার এই মন্তব্য রাহুলের অনুরাগীদের ভাবাতে শুরু করেছে, তা হলে তিনি কি দিল্লির নেতৃত্ব পাবেন না? এর উত্তর সময়েই মিলবে।



Leave a Reply