ফের হৃদয়ভঙ্গ, এগিয়ে গিয়েও সুনীল ছেত্রীর জোড়া গোলে হার মহামেডানের








ISL 2024-24: Mohammedan sc lost to Bengaluru FC




























ISL 2024-24

বেঙ্গালুরুর জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াল মোহনবাগান।


Published by: Subhajit Mandal
  • Posted:November 27, 2024 9:36 pm
  • Updated:November 27, 2024 9:37 pm  

মহামেডান: ১ (মানজোকি)
বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল ছেত্রী ২)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হৃদয়ভঙ্গ। ঘরের মাঠে মহামেডানের জেতা ম্যাচ একা ছিনিয়ে নিয়ে গেলেন সুনীল ছেত্রী। গোটা ম্যাচ দাপুটে পারফরফরম্যান্সের পরও শূন্য হাতে ফিরতে হল মহামেডানকে। সুনীলের জোড়া গোলে ২-১ গোলে মহামেডানকে হারাল বেঙ্গালুরু এফসি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ





Leave a Reply