বাংলাদেশ শূন্য আইপিএল! ছিল একডজন নাম, ডাক পড়ল দুই, দল পাননি কেউ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের কোনও না কোনও প্লেয়ারকে নিয়মিত সুযোগ পেতে দেখাই যায়। আইপিএলের শুরু থেকে বাংলাদেশের অনেক প্লেয়ারই খেলেছেন। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলে খেলেছিলেন বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। পরবর্তীতে সুযোগ পান মাশরাফি মোর্তাজা, মহম্মদ আশরাফুল, তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের মধ্যে সাকিব আল হাসান আইপিএলে অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। সেই জায়গা কিছুটা পেয়েছিলেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। গত মরসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন বাঁ হাতি মুস্তাফিজুর। এ বার মেগা অকশনে নাম দিয়েছিলেন বাংলাদেশের এক ডজন প্লেয়ার। দল পাননি কেউই। বাংলাদেশ শূন্য আইপিএল!

মেগা অকশনে বাংলাদেশের স্টার প্লেয়ারদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, লিটন দাসরা। এ ছাড়াও নাম দিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ। এ ছাড়াও ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ মেহদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের ক্রিকেটারদের নেয়নি।

এই খবরটিও পড়ুন

জেড্ডায় দু-দিনের মেগা অকশনে চূড়ান্ত তালিকায় ছিল ৫৭৭ জন ক্রিকেটারের নাম। বাংলাদেশের এক ডজন ক্রিকেটারের মধ্যে নাম ডাকা হয়েছিল মাত্র দু-জনের! একজন মুস্তাফিজুর রহমান, আর লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মরসুমে চেন্নাইতে খেলায় আত্মবিশ্বাসী ছিলেন মুস্তাফিজুর। এ বার অকশনের প্রথম দিনই তাঁর নম্বর এসেছিল। যদিও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। বাকিদের কথা নয় বাদই দেওয়া হল, আইপিএলের ইতিহাসে অন্যতম সফল সাকিব আল হাসানের নামই ওঠেনি অকশন মঞ্চে!

Leave a Reply