স্টাফ রিপোর্টার: সন্তোষ ট্রফি শেষ না হলে তাঁরা কলকাতা লিগ (Calcutta Football League) খেলতে পারবেন না বলে জানালেন ডায়মন্ড হারবার এফসির সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়। ফলে লিগ শেষ করা নিয়ে ফের চাপে পড়ে গেলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
মঙ্গলবারই বৈঠক করে তিনি ইস্টবেঙ্গল, মহামেডান ও ডায়মন্ডহারবার এফসির কর্তাদের অনুরোধ করেছিলেন সাতদিনের পর লিগের দুটো ম্যাচ খেলে দেওয়ার জন্য। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্লাবগুলোকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলেন তিনি। বুধবার ডায়মন্ডহারবার এফসির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্তোষ ট্রফি শেষ না হলে তাদের পক্ষে লিগের বাকি দুই ম্যাচ খেলা সম্ভব নয়।
ডায়মন্ডহারবার সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানান, “ইস্টবেঙ্গলের মত আমরাও এবারের কলকাতা লিগ জয়ের অন্যতম দাবিদার। আমাদের আট ফুটবলার বাংলা-সহ অন্য রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলতে ব্যস্ত। তারা সন্তোষ ট্রফি থেকে না ফিরলে কলকাতা লিগ খেলা কোনও মতেই সম্ভব নয়। কারণ, এই দুটো ম্যাচকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে আমাদের কোচও এই মুহূর্তে ছুটিতে রয়েছেন। তিনিও ফিরবেন ১২ নভেম্বর। ডিসেম্বরের শেষে যখন আমরা আই লিগ টু এর প্রস্তুতি শুরু করব, তখন দুটো ম্যাচ খেলব। তার আগে কোনওমতেই লিগের ম্যাচ খেলা সম্ভব নয়।”
এই মর্মেই আইএফএকে চিঠি দিয়েছে ডায়মন্ডহারবার এফসি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আইএফএ সচিব। ইস্টবেঙ্গলেরও একাধিক ফুটবলার সন্তোষ ট্রফি খেলতে ব্যস্ত। মহামেডানের ইরসাফিল দেওয়ানরাও রয়েছেন বাংলার সন্তোষ ট্রফির দলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));