সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুশির হাওয়া বেহালার বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের কন্যা স্নেহা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehashis Ganguly) মেয়ে তিনি। দীর্ঘদিনের বন্ধুকেই সঙ্গী করে নতুন জীবন শুরু করতে চলেছেন স্নেহা।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিসের প্রথম পক্ষের কন্যা স্নেহা। তাঁর বাগদানের খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্নেহাশিসের প্রথমা স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে স্নেহাশিস ও মোমের। চলতি বছরেই ব্যবসায়ী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন সিএবি প্রেসিডেন্ট। তার পরেই জানা গেল, এবার বিয়ে করতে চলেছেন স্নেহাশিসকন্যা স্নেহা। দীর্ঘদিনের বন্ধু নিখিলের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির ভাইঝি।
ইনস্টাগ্রামে মেয়ের বাগদানের ছবি পোস্ট করেছেন মোম গঙ্গোপাধ্যায়। দেখা যাচ্ছে, ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে প্রস্তাব দিচ্ছেন প্রেমিক নিখিল। মেয়ের জীবনের এমন মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মোম। দীর্ঘ ক্যাপশনে তিনি লেখেন, “অবশেষে সেই দিন এসে গেল। আমার বাচ্চা মেয়েটা বড় হয়ে গেল। জীবনের একটা নতুন অধ্যায় এবার শুরু করতে চলেছে।”
স্নেহা এবং নিখিলের সম্পর্ক কীভাবে সময়ের সঙ্গে দৃঢ় হয়েছে, তার সাক্ষী থেকেছেন মোম। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “মিষ্টি, পড়ুয়া, পরিশ্রমী একটা ছেলের সঙ্গে সদ্য স্নাতকোত্তরে পড়তে যাওয়া একটা মেয়ের আলাপ হয়েছিল। এক মুহূর্তেই বন্ধু হয়ে গিয়েছিল দুজন। নিজের যাবতীয় সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একে অপরের পাশে থেকেছে। দারুণ টিমওয়ার্ক করেছে দুজন। তার মধ্যেই ভালোবাসা খুঁজে পেয়েছে তারা। একদিন ট্রেক করতে গিয়ে নিখিল প্রপোজ করেছে, তাতে হ্যাঁ বলেছে স্নেহা। ঈশ্বর ওদের অনেক আশীর্বাদ করুন।” মোম আরও বলেন, স্নেহা এবং নিখিলের জন্য তাঁদের দুই পরিবারই অত্যন্ত খুশি এবং গর্বিত। তবে স্নেহাশিসকন্যা কবে বিয়ের পিঁড়িতে বসছেন, সেই নিয়ে বিস্তারিত জানা যায়নি কিছুই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));