বৃষ্টিতে ধুয়ে গেল ভারত ও প্রধানমন্ত্রী একাদশ ম্যাচের প্রথম দিনের খেলা। Image Credit source: Cricket.com.au X
কলকাতা: ক্যানবেরায় বিরাট কোহলি-রোহিত শর্মাদের গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যেতে পারে, ছিল এমনই আশঙ্কা। হলও তেমনটা। মানুকা ওভালে আজ, ৩০ নভেম্বর ছিল ভারত ও প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। ম্যাচের সময় ছিল সকাল ৯টা (ভারতীয় সময় অনুসারে)। ক্যানবেরায় ক্রমাগত বৃষ্টির কারণে একটি বলও আজ মাঠে গড়াল না। দফায় দফায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু ম্যাচ খেলানোর মতো পরিস্থিতি না তৈরি হওয়ায়, শেষ অবধি প্রথম দিনের খেলা ভেস্তে গেল।
সোজা ৬ ডিসেম্বর অ্যাডিলেডেই পিঙ্ক বলের মুখে পড়তে হবে ভারতকে?
আপাতত যা পরিস্থিতি, তাতে তেমনটা হওয়ার সম্ভবনা পুরোপুরি নেই। কারণ, আগামিকাল, অর্থাৎ ১ ডিসেম্বর এই ওয়ার্ম আপ ম্যাচের দ্বিতীয় দিন। দুই দলই মানুকা ওভালে ৫০ ওভার করে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এ বার প্রশ্ন আগামিকাল ক্যানবেরার আবহাওয়া কেমন থাকবে? ভারতের পিঙ্ক বলে প্রস্তুতিতে প্রকৃতি কি সঙ্গ দেবে? উত্তর মিলবে আগামিকাল।
বিস্তারিত আসছে…