দেবাশিস সেন, পারথ: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে জয় পেয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। যা হবে অ্যাডিলেডে। গত সফরে পিঙ্ক বলে দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবার অবশ্য সেই টেস্টের আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল প্রথম দিনের ম্যাচ।
সকাল থেকেই আকাশের মুখভার ক্যানবেরায়। মানুকা ওভালে কখন টিম ইন্ডিয়া নামবে, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে আদৌ ভারত নামতে পারবে না, সংশয় ছিল সেটা নিয়েও। আর সেটাই সত্যি হল। সকাল থেকে টানা বৃষ্টি। পরের দিকে সেটা কমলেও ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি ছিল না। আম্পায়াররা মাঠে নেমে পরিদর্শন করেন। অবশেষে প্রথম দিনের ম্যাচ বাতিল করে দেওয়া হয়।
তাহলে উপায়? আগামীকাল ফের মাঠে নামবে ভারত। তবে একদিনের জন্য ৫০ ওভারের ম্যাচ খেলতে রাজি হয়েছে দুই দলই। তাতে অন্তত কিছুটা প্রস্তুতি নেওয়া যাবে। সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টা ১০-এ। টস হবে সকাল ৮টা ৪০-এ।
প্রথম টেস্টে না খেললেও অ্যাডিলেডে নামতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। পারথ টেস্টের মাঝপথে এসেই তিনি পিঙ্ক বলে অনুশীলন করে দিয়েছিলেন। সেক্ষেত্রে নজর থাকবে যশস্বী-রাহুলের ওপেনিং জুটি ভাঙে কিনা, নাকি রোহিত নেমে আসেন পরের দিকে। তাছাড়া রোহিত দলে ঢুকলে বাদ যাবেন কে? ক্যানবেরাতে তার একটা ছবি পাওয়া যেতেই পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));