সপ্তাহ দুয়েক পর আবার নিলাম, তৈরি হবে কোটি টাকার গল্প; আসর জমবে কোথায়?


সপ্তাহ দুয়েক পর আবার নিলাম, তৈরি হবে কোটি টাকার গল্প; আসর জমবে কোথায়?Image Credit source: WPL X

কলকাতা: মাত্র দিন চারেক আগে সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Auction)। এ বার দেশের মাটিতে বসতে চলেছে আর এক নিলাম। তা অবশ্য আর আইপিএলের নয়। সামনেই উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) নিলাম। সেটা মেগা নয়, মিনি নিলাম। ঠিক সপ্তাহ দুয়েক পর উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এ মাসের শুরুতে ডব্লিউপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছিল। এ বার বেঙ্গালুরুতে মিনি নিলামে বাকি ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ রয়েছে ৫ টিমের কাছে।

বেঙ্গালুরুতে হতে চলে উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি নিলামে ভাগ্যপরীক্ষা হবে ইংল্যান্ডের ক্যাপ্টেন হেদার নাইট, নিউজিল্যান্ডের জোরে বোলার লি তাহুহু, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিন। ভারত থেকে নিলামে ভাগ্যপরীক্ষার জন্য থাকছেন অলরাউন্ডার স্নেহ রানা, লেগস্পিনার পুনম যাদব, তারকা ব্যাটার বেদা কৃষ্ণমূর্তিরা।

উইমেন্স প্রিমিয়ার লিগের ৫ টিম ৭১ ক্রিকেটারকে রিটেন করেছে। তার মধ্যে রয়েছেন ২৫জন বিদেশি ক্রিকেটার। এই ৭১ জন ক্রিকেটারকে ধরে রাখার জন্য পাঁচ টিম ৫৮.৩ কোটি টাকা খরচ করেছে। এ বার নিলামে ৫ ফ্র্যাঞ্চাইজি ১৬.৭ কোটি টাকা খরচ করতে পারবে। স্লট খালি রয়েছে ১৯টি। তার মধ্যে ৫টি বিদেশি প্লেয়ার কেনার সুযোগ থাকছে।

এই খবরটিও পড়ুন

২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে ১৭টা মরসুমে বিরাট কোহলিরা যা করে দেখাতে পারেননি, স্মৃতিরা উইমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে সেটাই করে দেখান।

এক ঝলকে দেখে নিন WPL এর ৫টি টিম কোন কোন ক্রিকেটারকে রিটেন করল —

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে ক্রিকেটারদের রিটেন করল – স্মৃতি মান্ধানা, আশা শোভানা, রেনুকা সিং, রিচা ঘোষ, একতা বিস্ত, সাব্বিনেনি মেঘনা, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, জর্জিয়া ওয়েরহ্যাম, সোফি ডিভাইন, কেট ক্রস, এলিস পেরি, সোফি মোলিনাক্স, ড্যানি ওয়াট (ট্রেডেড প্লেয়ার)।

দিল্লি ক্যাপিটালস যে ক্রিকেটারদের রিটেন করল – অ্যালিস ক্যাপসি, অ্যানাবেল সাদারল্যান্ড, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগজ, জেস জোনাসেন, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া ও তিতাস সাধু।

মুম্বই ইন্ডিয়ান্স যে ক্রিকেটারদের রিটেন করল – আমনদীপ কৌর, আমনজোৎ কৌর, টায়রন, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, জিন্তিমনি কলিতা, কীর্থানা বালাকৃষ্ণণ, নাতালি স্যাভিয়ের, পূজা বস্ত্রাকার, সাজানা, সাইকা ইশাক, শবনম ইসমাইল, যস্তিকা ভাটিয়া।

গুজরাট জায়ান্টস যে ক্রিকেটারদের রিটেন করল – অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমালী, দয়ালান হেমলতা, হরলীন দেওল, কেশবী গৌতম, লরা উলভার্ট, মন্নত কাশ্যপ, মেঘনা সিং, ফোবি লিচফিল্ড, প্রিয়া মিশ্র, সায়ালি সাতঘরে, শবনম শাকিল, তনুজা কানওয়ার।

উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স যে ক্রিকেটারদের রিটেন করল – অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, চামারি আতাপাত্তু, দীপ্তি শর্মা, গহর সুলতানা, গ্রেস হ্যারিস, কিরণ নভগীরে, পুনম খেমনার, রাজেশ্বরী গায়কোয়াড়, সাইমা ঠাকর, স্বেতা শেহরাওয়াত, সোফি এক্লিস্টোন, তাহলিয়া ম্যাকগ্রা, উমা ছেত্রী ও বৃন্দা দীনেশ।

Leave a Reply