‘গোলাপি’ ম্যাচে বলই করলেন না বুমরা, কন্টাসের সেঞ্চুরিতে ভারতের টার্গেট কত?



গোলাপি বলে প্রস্তুতির জন্য ভারতীয় ক্রিকেটারদের হাতে ছিল ঠিক ৫০ ওভার। প্রথমত বৃষ্টির কারণে ২ দিনের প্রস্তুতি ম্যাচের পুরো একদিন নষ্ট হয়েছিল। দ্বিতীয় দিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে বাধা তৈরি হয়। যার ফলে ওভার কমে ৪৬ এ দাঁড়ায়।

IND vs AUS: ‘গোলাপি’ ম্যাচে বলই করলেন না বুমরা, কন্টাসের সেঞ্চুরিতে ভারতের টার্গেট কত?Image Credit source: BCCI, X


|
Updated on: Dec 01, 2024 | 1:58 PM




কলকাতা: টিম ইন্ডিয়ার বোলাররা পিঙ্ক বলে খেলার জন্য কতটা তৈরি? ক্যানবেরায় ভারত-প্রধানমন্ত্রী একাদশ প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছেন অজি ক্রিকেটাররা। ফলে, টিম ইন্ডিয়ার বোলারদের পিঙ্ক বল টেস্ট হয়েছে রবিবার সকাল সকাল (ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হয়েছে সকাল ৯.১০)। গোলাপি বলে প্রস্তুতির জন্য ভারতীয় ক্রিকেটারদের হাতে ছিল ঠিক ৫০ ওভার। প্রথমত বৃষ্টির কারণে ২ দিনের প্রস্তুতি ম্যাচের পুরো একদিন নষ্ট হয়েছিল। দ্বিতীয় দিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে বাধা তৈরি হয়। যার ফলে ওভার কমে ৪৬ এ দাঁড়ায়। তাতে কেমন প্রস্তুতি হল ভারতের বোলারদের? জসপ্রীত বুমরাকে তে প্র্যাক্টিস ম্যাচে বল হাতে দেখাই গেল না। আর অপরদিকে অজি তরুণ তুর্কি হাঁকালেন সেঞ্চুরি। রোহিতদের সামনে এ বার টার্গেট কত?

৯০ বলে সেঞ্চুরি করেন বছর ১৯ এর স্যাম কন্টাস। বর্ডার গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার ওপেনিং স্লটে ফ্রন্টরানার ছিলেন স্যাম কন্টাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো খেলেছিলেন। শেফিল্ড শিল্ডে এক ম্যাচে পরপর ২ ইনিংসে সেঞ্চুরিও করেছিলেন স্যাম কন্টাস। কিন্তু ভারত এ টিমের হয়ে নাথান ম্যাকসোয়েনি ভালো খেলায় মূল টিমে তিনি সুযোগ পান। তিনে ব্যাট করেন তিনি। যেহেতু অভিজ্ঞতা রয়েছে তাই তাঁকে ওপেনিং স্লটের জন্য নেওয়া হয়।

বিস্তারিত আসছে…

এই খবরটিও পড়ুন

Leave a Reply