প্র্যাক্টিস ম্যাচে বড় প্রাপ্তি শুভমন গিল, জিতেও ব্যাটিং চালিয়ে গেল ভারত


পরিকল্পনায় ছিল দু-দিনের প্রস্তুতি ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে তা হয়ে দাঁড়ায় ৫০ ওভারের ম্যাচ। তাতেও অবশ্য বাধা হয়ে দাঁড়ায়। ওভার কমে আরও। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ফ্লাড লাইটে নিজেদের চ্যালেঞ্জ জানানোই নজর ছিল রোহিতদের। অ্যাডিলেডে গোলাপি টেস্ট। তার আগে ম্যাচ সিচুয়েশন বুঝে নেওয়া। এই ম্যাচে যে নতুনদেরই বেশি মাত্রায় সুযোগ দেওয়া হবে, প্রত্যাশিতই ছিল। সঙ্গে অ্যাডিলেডের একাদশ কী হতে পারে তারও একটা আভাস। জসপ্রীত বুমরা যেমন বোলিংই করলেন না। তেমনই মাঠে দেখা মিলল না বিরাট কোহলির। এই ম্যাচে বড় প্রাপ্তি শুভমন গিলের পারফরম্যান্স।

পারথ টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যশস্বীর সঙ্গে ওপেন করেন লোকেশ রাহুল। আঙুলের চোটে শুভমন গিলও ছিটকে যাওয়ায় তিনে খেলানো হয় দেবদত্ত পাড়িক্কালকে। অ্যাডিলেডে রোহিতের ফেরা নিশ্চিত ছিল। তবে সন্দেহের জায়গা ছিল শুভমনকে নিয়ে। গুঞ্জন ছিল অ্যাডিলেডে তাঁর খেলার অনিশ্চয়তা নিয়ে। স্বস্তি দিলেন শুভমন। প্র্যাক্টিস আগেই শুরু করেছিলেন। গোলাপি বলে প্র্যাক্টিস ম্যাচে ঝকঝকে হাফসেঞ্চুরি শুভমনের। ৬২ বলে ৫০ করে অবসর নেন। সাতটি বাউন্ডারি মারেন শুভমন। ততক্ষণে দলকে জয়ের অনেক ক্লোজ নিয়ে গিয়েছেন।

স্যাম কন্টাসের সেঞ্চুরির পরও ভারতের টার্গেট ছিল ২৪১। লোকেশ রাহুল, যশস্বীর পর ব্য়াট হাতে ভরসা দেন শুভমন। তাঁর ব্যাটিংয়েই বেশি নজর ছিল। শর্ট আর্ম পুল, ড্রাইভ, কাট সবেতেই স্বচ্ছন্দ দেখায় শুভমনকে। দুর্দান্ত খেলেন নীতীশ রেড্ডি। শেষ দিকে জাডেজার ক্যামিও। ৪৩ ওভারের মধ্যেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। তবে লক্ষ্য ছিল ব্যাটিং প্র্যাক্টিস। সে কারণে বাকি ওভারও যাতে ব্যাটিং করা যায় সে দিকে নজর ছিল। সরফরাজ ও ওয়াশিংটন আরও কিছুক্ষণ ব্যাটিং করে যান।

সরফরাজ মাত্র ১ রানেই আউট। ম্যাচ প্র্যাক্টিসে নামানো হয় দেবদত্তকে। কোটার ৪৬ ওভারে ২৫৭ রান করে ভারত। ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৪২ রান।

Leave a Reply