রোনাল্ডোর ঐতিহ্যের উদযাপন! পুত্র জুনিয়রের হাত ধরে সিআর৭-কে বড় সম্মান ছোটবেলার ক্লাবের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্সি নম্বর ৭। ফুটবল মাঠে এই নম্বরের কথা উঠলে একজনের কথাই মনে পড়ে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অসংখ্য রেকর্ডের সঙ্গে তৈরি করেছেন নিজস্ব ঐতিহ্য। সেই কৃতিত্বকে অভিনব উপায়ে সম্মান জানাল রোনাল্ডোর ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবন। আর সেটা রোনাল্ডোপুত্রের মাধ্যমেই।

পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন থেকেই কেরিয়ার শুরু CR7-র। তার পর ২০০৩ সালে তিনি চলে আসেন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। বাকিটা ইতিহাস। বয়স ৩৯ হয়ে গেলেও মাঠে তিনি এখনও অপ্রতিরোধ্য। সৌদি আরবে আল নাসরের জার্সিতে গত ম্যাচেও জোড়া গোল করেছেন। নিজেরই রেকর্ড ভেঙে পৌঁছে গিয়েছেন ৯১৫টি গোলে।

ক্রিশ্চিয়ানোর ঐতিহ্যকে সম্মান জানিয়ে অভিনব পদক্ষেপ নিল স্পোর্টিং লিসবন। সম্প্রতি নিজেদের তৃতীয় জার্সি প্রকাশ্যে এনেছে তারা। তার মুখ আর কেউ নন, রোনাল্ডোরই ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। কালো রংয়ের জার্সির পিছনে রোনাল্ডোর ৭ নম্বর। সামনেও সোনালি রংয়ে সাতের আদল। সঙ্গে লেখা, ‘আমরাই আমাদের ঐতিহ্য’। রাস্তা, দোকানে কিংবা বাড়ির বিভিন্ন কাজকর্মের মধ্যেও রয়েছে ৭ নম্বর। অবশেষে আসেন রোনাল্ডোপুত্র।

রোনাল্ডোর ছেলেও ফুটবল খেলে। কিংবদন্তি বাবার পদাঙ্ক অনুসরণের জন্য তৈরি হচ্ছে। সেই অর্থে লিসবনের প্রচারের ‘ঐতিহ্য’ অন্য মাত্রা পায়। ঘটনাচক্রে কিছু দিন আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ হিসেবে নিয়োগ করেছে রুবেন আমোরিমকে। যিনি আগে স্পোর্টিং লিসবনেরই কোচ ছিলেন। সেদিক থেকেও তাদের ক্লাবের ‘ঐতিহ্য’কে রোনাল্ডোর সঙ্গে জুড়ে নেওয়া যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply