IND vs AUS: বিরাট কোহলি কোথায়? ক্যানবেরায় ‘সকলের’ একটাই প্রশ্ন


কিং কোহলির দেখা নেই, ক্যানবেরায় প্রিন্সের সই সংগ্রহ ভারতীয় সমর্থকদের।Image Credit source: Mark Nolan/Getty Images

পারথ টেস্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া সফরের আগে যে নেতিবাচক পরিস্থিতি ছিল, এক লহমায় বদলে গিয়েছে। পারথে ছিলেন না রোহিত শর্মা। চোটের জন্য খেলতে পারেননি শুভমন গিলও। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। বুমরাদের অনবদ্য বোলিং, দ্বিতীয় ইনিংসে ভারতের দুর্দান্ত ব্যাটিং। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে অবদান রেখেছিলেন বিরাট কোহলিও। দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত সেঞ্চুরি। সিরিজের আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে নানা প্রশ্ন উঠলেও সেঞ্চুরিতে থামিয়ে দিয়েছেন। তবে ক্যানবেরায় খোঁজ শুরু হল সেই বিরাট কোহলিরই। এমনকি ধারাভাষ্যকারদেরও একই প্রশ্ন!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলে দু-দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। ক্যানবেরায় বৃষ্টিতে প্রথম দিন পুরোপুরি ভেস্তে যায়। দ্বিতীয় দিন ৫০ ওভারের ম্যাচ হবে এমনটাই জানানো হয়েছিল। বৃষ্টিতে ওভার কমে। ভারত অবশ্য ম্যাচ জিতেও কোটার পুরো ৪৬ ওভার ব্যাট করে। ভারতীয় ক্রিকেটাররা যেখানেই খেলুন, সমর্থন থাকেই। ক্যানবেরাতেও একই চিত্র। ফিল্ডিংয়ে দেখা যায়নি কিং কোহলিকে। অপেক্ষা ছিল ভারতের ব্যাটিংয়ের।

অনেক সমর্থক ভারতীয় ড্রেসিংরুম থেকে বেরনোর টানেলে দু-পাশের স্ট্যান্ডে ভিড় জমিয়েছিলেন। যাতে আন্দাজ করা যায়, এরপর ব্যাটিংয়ে কে নামছেন। ফিল্ডিংয়ে বিরাটের দেখা না মেলায় অপেক্ষা ছিল ব্যাটিংয়ে যদি দেখা যায়। যশস্বী-রাহুল ওপেন করেন। এরপর শুভমন, রোহিত নামেন। যদিও রোহিতের মতো সুপারস্টারের ব্যাটিং খুব বেশি দেখার সুযোগ হয়নি। কিন্তু টানেলে বারবার উঁকি দিয়েও হতাশ হতে হয়েছে। বিরাট কোহলিকে দেখা যায়নি। ধারাভাষ্যকাররা বলতে থাকেন, বিরাট হয়তো হোটেলেই রয়েছে, হয়তো ঘুমোচ্ছে, কিংবা আইস বাথ নিচ্ছে!

বিরাটের ব্যাটিং দেখার সুযোগ না হলেও সমর্থকদের কিছুটা সম্বল শুভমন গিলের হাফসেঞ্চুরি, নীতীশ-রাহুলের দুর্দান্ত ব্যাটিং। শেষ দিকে রকস্টার জাডেজার ইনিংস। ম্যাচ শেষে ট্রফি নিয়ে রোহিত বললেন, ‘দুর্দান্ত লাগছে। টিম হিসেবে যা চেয়েছিলাম, পেয়েছি। তবে বৃষ্টিতে একটা দিন ধুয়ে যাওয়া দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়ায় খেলতে ভালো বাসি। সবসময় আমাদের সমর্থকরা আসেন। সমর্থকদের ধন্যবাদ।’

Leave a Reply