চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি নেই আর তিন মাসও। এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়নি। নানা বিষয়ে জটিলতা রয়েছে। যা কাটছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনড় মনোভাব পরিস্থিতি আরও জটিল করে তুলছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই তাতে বিরক্ত। অযথা বিষয়টিকে জটিল করা হচ্ছে বলেও মনে করেন প্রাক্তন পাক ক্রিকেটারদের অনেকেই। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজী পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘পার্টনারশিপ’ মডেলেই আটকে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সদ্য দুবাই থেকে পাকিস্তানে ফিরেছেন মহসিন নাকভি। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চলছে দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবি প্রধান মহসিন। পাশাপাশি আইসিসির সঙ্গে বৈঠকও করেন। ইংল্যান্ড এবং আরব আমির শাহি বোর্ড কর্তাদের সঙ্গেও কথা বলেছেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান। আইসিসির সঙ্গে মিটিংয়ে নানা শর্ত চাপিয়ে এসেছেন। আইসিসি সেই শর্ত মানলে তবেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজী হবে পাকিস্তান।
এই খবরটিও পড়ুন
পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবি এ বার মাথা নোয়াবে না। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে পাকিস্তানও আইসিসির কোনও টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। নিরপেক্ষ ভেনু হতে পারে দুবাই। আইসিসি ফিউচার টুর অনুযায়ী, আগামী বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। শুধু তাই নয়, শ্রীলঙ্কাকে নিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে বাংলাদেশের সঙ্গে ওয়ান ডে বিশ্বকাপেরও আয়োজক ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির উপরই।