সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুদশক ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন তাঁরা। দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। আরও একবার সেই দ্বৈরথ দেখা যাবে। আবারও বিশ্বসেরা হওয়ার দৌড়ে একসঙ্গে রয়েছেন মেসি ও রোনাল্ডো। ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক ২৬ জনের তালিকায় নাম রয়েছে দুজনের। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলারদের ভোটে নির্বাচিত হবে সেরা একাদশ। তাতে অবশ্য দুজনেই জায়গা পেতে পারেন।
এবারের ব্যালন ডি’অর-এর তালিকায় তাঁদের দু’জনের নামই ছিল না। ফিফার বর্ষসেরা ফুটবলারদের প্রাথমিক তালিকায় অবশ্য লিওনেল মেসি থাকলেও নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক ২৬ জনের তালিকায় মেসি এবং রোনাল্ডো, দুই কিংবদন্তির নামই রয়েছে। ইউরোপের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে তাঁরা দু’জনই রয়েছেন। বাকি ২৪ জনই ইউরোপে খেলেন। বিশ্বের ৭০ দেশের ফুটবলারদের ভোটে চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন এই ২৬ ফুটবলার।
এই মুহূর্তে দুই তারকাই এখনও সমানতালে খেলে চলেছেন নিজেদের ক্লাবে। মেসি ইন্টার মায়ামিতে আর রোনাল্ডো আল নাসেরে। যদিও ইউরো কাপ থেকে অবসর নিয়ে ফেলেছেন রোনাল্ডো। তবে আর্জেন্টিনার জার্সিতে সদ্যই কোপা আমেরিকা জিতেছেন মেসি। দুজনেই ক্লাবের হয়ে সফল। তাছাড়া আজও তাঁদের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি কোটি ফুটবল ভক্ত। সম্ভবত সেকারণেই কেরিয়ারের সায়াহ্নে এসেও দুই তারকা বিশ্বের সেরা একাদশে ঠাঁই পাওয়ার লড়াইয়ে সমানভাবে রয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে ২০০৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি’অর। সব মিলিয়ে গত দু’দশক ছিল তাঁদেরই রাজত্ব। আর সেই রাজত্ব যে এখনও শেষ হয়নি, সেটা বুঝিয়ে দিলেন মেসি-রোনাল্ডো দুজনই।