অ্যাডিলেডে ফিরতে পারেন অশ্বিন, দিনরাতের টেস্টে এগিয়ে আকাশ দীপ


শুভায়ন চক্রবর্তী, অ্যাডিলেড: রবিচন্দ্রন অশ্বিন? নাকি ওয়াশিংটন সুন্দর? অ‌্যাডিলেড ওভালে ভারতের একমাত্র স্পিনার কে? হর্ষিত রানা? নাকি আকাশ দীপ? অ‌্যাডিলেড ওভালে ভারতের তৃতীয় পেসারই বা কে?

শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। অ‌্যাডিলেডে যে টেস্ট আবার দিন-রাতের। ওপেনিং স্লট নিয়ে দ্বিতীয় টেস্টের আগে এমনিই একটা আগ্রহ রয়েছে। ওয়াকিবহাল মহলের খবর ধরলে, ভারত অধিনায়ক রোহিত শর্মা অ‌্যাডিলেডে নিজেকে পাঁচ নম্বরে নামিয়ে আনছেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। কিন্তু একই সঙ্গে টিমের তৃতীয় সিমার আর একমাত্র স্পিনার কারা হবেন, তা নিয়েও চর্চা চলছে প্রচুর।

বুধবার ভারতীয় প্র্যাকটিসের নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে মাঠে চলে আসেন রবিচন্দ্রন অশ্বিন এবং নীতীশ রেড্ডি। দু’জনে নেটে লম্বা সময় থ্রোডউনও নিলেন, ‘ফাইন টিউন’ করে নিতে। ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর ছিলেন সঙ্গে। অশ্বিনের সঙ্গে তাঁকে মিনিট কুড়ি কথা বলতেও দেখা যায়। অশ্বিন-নীতীশ সম্মিলিত ভাবে প্রায় মিনিট চল্লিশ ব‌্যাট করেন এ দিন। কিন্তু সবার নজর ধীরে ধীরে ঘুরতে শুরু করে অশ্বিনের দিকে যখন তিনি থ্রো ডাউন স্পেশ‌্যালিস্টদের নানাবিধ নির্দেশিকা দিতে শুরু করলেন। ‘ওয়াইডার অ‌্যাঙ্গল’-এ বল করার নির্দেশও গেল। এরপর ভারতীয় অফস্পিনারের বোলিং পর্ব এল। টিমের প্রধান ব‌্যাটারদের বল করার পর ফের ব‌্যাটিং করতে গেলেন তিনি। অনেকেরই ধারণা, অ‌্যাডিলেডে সুন্দর নন। নামছেন অশ্বিন।

দ্বিতীয় প্রশ্ন–আকাশ দীপ নাকি হর্ষিত রানা? দ্বিতীয় জনকে এ দিন নেটে বোলিং করানো হল না। সেখানে আকাশ বাঘা ভারতীয় ব‌্যাটারদের বাহবা পেলেন বারবার। রোহিত-বিরাট-শুভমান, প্রত‌্যেকে এ দিন নেটে আকাশের বোলিংয়ের প্রশংসা করে গেলেন। বাংলা পেসারের একটা ডেলিভারি তো কোহলিকে বিভ্রান্ত করে দিল রীতিমতো। আসলে বলটা দেখে মনে হয়েছিল, ভেতরে আসবে। কিন্তু সেটা পিচে পড়ে বাইরে চলে যাবে। বিস্মিত কোহলি জিজ্ঞাসাও করেন আকাশকে, ‘‘ভেতরে করেছিলি বলটা নাকি বাইরে?’’ আকাশ উত্তরে বললেন, বলটা ঠিক সে ভাবেই তিনি করতে চেয়েছিলেন, যে ভাবে হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক সপ্রশংস ভাবে আকাশকে এরপর বলেন, ‘‘দারুণ ডেলিভারি।’’ গোলাপি বল নিয়ে আকাশ বারবার ঝামেলা ফেলে চলেছেন ভারতীয় ব‌্যাটারদের। বোলিং কোচ মর্নি মর্কেল বাংলা পেসারকে নিয়ে আলাদা পড়েও থাকছেন। তাই হর্ষিতের বদলে যদি আকাশ অ‌্যাডিলেডে নেমে পড়েন, অবাক হওয়ার থাকবে না।

Leave a Reply