IND vs AUS: গাছে উঠে সীমানা পার, ট্রেনিংয়ে নো এন্ট্রি বিরাট-রোহিত সমর্থকদেরImage Credit source: X
কলকাতা: অ্যাডিলেড টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। তার আগে টিম ইন্ডিয়া (Team India) নিয়েছে বড় সিদ্ধান্ত। এ বার থেকে অস্ট্রেলিয়ার থাকা বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভক্তরা তাঁদের ম্যাচে ছাড়া দেখতে পারবেন না। নেপথ্যে কারণ? আসলে এক খানা বড় সমস্যায় পড়ে এমন ‘নির্মম’ সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় শিবিরকে। কী সেই সমস্যা?
দেশে তো বটেই বিদেশেও কোহলি-রোহিতদের ভক্তর তালিকা বিরাট লম্বা। তাঁদের এক ঝলক কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ভক্তরা। সেই তাঁরাই কিনা আর অজি-ভূমে ম্যাচ ছাড়া দর্শন পাবেন না ভারতীয় তারকাদের, যা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। আসলে অ্যাডিলেড টেস্টের জন্য ভারতীয় ক্রিকেটাররা যেখানে প্রস্তুতি নিচ্ছেন, সেখানে জড়ো হচ্ছেন প্রচুর দর্শক। তাতেই মনোসংযোগে ব্যাঘাত ঘটছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। এর আগে গাছে মই বেয়ে উঠে বিরাটদের ট্রেনিং দেখেছেন তাঁদের অনুরাগীরা। এ বার নেটের খুব কাছে চলে আসায় কড়া হতে হল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
এই খবরটিও পড়ুন
৩ ডিসেম্বর, মঙ্গলবার ভারতের নেট সেশন দেখতে প্রচুর ক্রিকেট প্রেমী জড়ো হয়েছিল। সেখানে থাকা দর্শকরা ভারতীয় প্লেয়ারদের কাছে আবদার করতে থাকেন বাউন্ডারি মারার, ছয় মারার। ক্রিকেটাররা যেখানে নেটে অনুশীলন করেন, সেই জায়গার এত কাছে দর্শকদের প্রবেশ কাম্য নয়। টিম ম্যানেজমেন্টের ঘণিষ্ঠ একজন বলেছেন, ‘নেটের খুবই কাছে পৌঁছে গিয়েছিল দর্শকরা। বিষয়টা অন্যভাবে ট্রিট করাই যেত। নেটে অনুশীলনের সময়ও যদি সেলফির আবদার আসে, চার মারো, ছয় মারো বলে শুনতে হয় প্লেয়ারদের, সেটা চাপেরই হয়।’
অনুশীলনের সময় এমনিতেই ক্রিকেটাররা চেষ্টা করেন নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার। সেখানে হঠাৎ করে দর্শকদের প্রত্যাশা মেটানোর মন দিতে গেলে সমস্যায় পড়ছেন ক্রিকেটাররা। তাই শুধু যেন মন দিয়ে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করতে পারেন, তাই এ বার থেকে আর অস্ট্রেলিয়ায় থাকা ক্রিকেট প্রেমীরা টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস সেশন দেখতে পারবেন না। জানা গিয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলোর আগেও এটাই মেনে চলা হবে।
The Age এর রিপোর্ট অনুযায়ী, ৩ ডিসেম্বর ভারতের নেট সেশন দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৫ হাজার দর্শক। বিসিসিআইয়ের পক্ষ থেকে অজি সফরের বাকি সময়টায় রুদ্ধদ্বার অনুশীলন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🚨 TEAM INDIA BANS OPEN PRACTICE SESSION…!!! 🚨
– Approx 5,000 fans tuned in for India’s net session yesterday with some of them passing demeaning comments, so the BCCI have decided to go ahead with closed doors practice sessions for the rest of the Australian tour. (The Age). pic.twitter.com/QY3hTGZBjM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 4, 2024