ভিডিয়ো: যশস্বীর সঙ্গে অনুশীলনে রোহিত, পিঙ্ক বল টেস্টে পাঁচে নামবেন রাহুল?


যশস্বীর সঙ্গে অনুশীলনে রোহিত, সামলালেন বুমরাকেImage Credit source: BCCI

কলকাতা: অ্যাডিলেড টেস্ট ক্রমশ ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্য অগ্নিপরীক্ষার মঞ্চ সাজাচ্ছে। পারথ টেস্টে তিনি ছিলেন না। পিতৃত্বাকালীন ছুটি নিয়েছিলেন। পরবর্তীতে টিমের সঙ্গে যোগ দিয়ে জোরকদমে অনুশীলন করেছেন। গোলাপি বল টেস্টের আগে নেট সেশনে এখন কঠোর পরিশ্রম করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নেট প্র্যাক্টিসের প্রথম দিন ভারতের ৭ ব্যাটার অনুশীলন করেছিলেন। আর আজ, দ্বিতীয় দিন ৮ ব্যাটারকে সময় কাটাতে দেখা যায় নেটে। সেখানে কখনও বিরাট বনাম বুমরা তো কখনও রোহিত বনাম বুমরা দেখা গিয়েছে। বুমরার বিরুদ্ধে ভালো ছন্দে দেখা গিয়েছে রোহিত-কোহলিকে। ভারতের নেট প্র্যাক্টিসের দ্বিতীয় দিন যশস্বীর সঙ্গে নেটে সময় কাটাতে দেখা গিয়েছে রোহিতকে। তারপর থেকে সকলেই বলাবলি করছেন, তা হলে পিঙ্ক বল টেস্টে ওপেনিংয়ে রাহুল-যশস্বী নয়, দেখা যাবে রোহিত-যশস্বীকে।

লোকেশ রাহুল অ্যাডিলেড থেকে প্রেস কনফারেন্সের সময় জানান, তাঁকে বলে দেওয়া হয়েছে কোন পজিশনে ব্যাটিং করবেন। কিন্তু সেটা তিনি সকলের সামনে বলবেন না। একইসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রথম পিঙ্ক বল টেস্ট। অন্য প্লেয়ারদের থেকে অভিজ্ঞতা শুনেছি। লাল বল আর পিঙ্ক বলের চ্যালেঞ্জ আলাদা। আমরা কিছুটা সময় পেয়েছি অনুশীলনের জন্য। আর তাতে বুঝতে পেরেছি পিঙ্ক বলে খেলা কেমন হয়।’ তিনি কি পাচ্ছেন অ্যাডিলেড টেস্টে পাঁচ নম্বর পজিশন? উত্তর মিলবে ৬ ডিসেম্বর সকাল সকাল (ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.৩০ মিনিটে ম্যাচ শুরু)।

এই খবরটিও পড়ুন

রোহিত-যশস্বী যেহেতু জুটিতে অনুশীলন করেছেন, তাই ক্রিকেট মহলে বলা হচ্ছে দিন-রাতের টেস্টে ওপেনিং পজিশন হারাতে চলেছেন লোকেশ রাহুল। রোহিতের কারণে তাই বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট প্রায় অগ্নিপরীক্ষার সমান হতে চলেছে। ভারত অধিনায়ক যদি ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন, তা হলে তাঁকে ২ টো বিষয়ে জবাবদিহি করতে হবে। এক, ওপেনার হিসেবে রাহুলের উপর ভরসা না রাখা। দুই, নিজে টিমে ফিরেই উইনিং কম্বিনেশন ভাঙা। ভারতীয় ক্রিকেট মহলে এও বলা হচ্ছে, রোহিতের অনুপস্থিতিতে সুখী সংসার হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। ফলে অ্যাডিলেড টেস্টে ভারতের হার মানেই প্রচুর সমালোচনা শুনতে হবে রোহিতকে।

অশ্বিন-জাড্ডু প্রথমে নেটে বল করেন রোহিতকে। পরের দিকে সিরাজ-সাইনির বোলিং সামলাতে দেখা যায় রোহিতকে। প্রস্তুতি ভালোই হচ্ছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের। এ বার দেখার ম্যাচে সত্যিই হিটম্যান কী করেন।



Leave a Reply