Virat Kohli: লাভলি ওভাল আর গোলাপি প্রেম, সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি?Image Credit source: Peter Mundy/Speed Media/Icon Sportswire via Getty Images
কলকাতা: অ্যাডিলেড যেন ঘরের মতো… কথাগুলো বেশ তৃপ্তির সঙ্গে বলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সালটা ২০২২। অ্যাডিলেড ওভালে সে বার নভেম্বরে ভারতের টেস্ট ম্যাচের ফাঁকে কোহলি বলেছিলেন, ‘এই মাঠে খেলতে আমি ভীষণ ভালোবাসি। নেট থেকে ফিরে যখনই মাঠে প্রবেশ করি, মনে হয় ঘরেই এলাম। যখনই আমি এখানে আসি, উত্তেজিত থাকি। অ্যাডিলেডে ব্যাটিং উপভোগ করি।’ ভারতীয় সময় অনুযায়ী রাত পোহালেই টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার দিন-রাতের টেস্ট। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বলে হবে দুই দলের খেলা। তার আগে বিরাট ও অ্যাডিলেডের লাভস্টোরি যেন না জানলেই নয়…
কিং কোহলি ও অ্যাডিলেডের লাভস্টোরি
ফর্ম্যাট আলাদা, প্রতিপক্ষ আলাদা, কিন্তু অ্যাডিলেড ওভাল বিরাটের অত্যন্ত প্রিয়। যে কারণে হাসিমুখে তিনি বলেছেন, ‘যখন আমি অ্যাডিলেডে খেলি, নিজের ব্যাটিং উপভোগ করি।’ আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে অ্যাডিলেডে বিরাট কোহলি ৯৫৭ রান করেছেন। রয়েছে ৫টি সেঞ্চুরি। ৭৩.৬ গড় (তিন ফর্ম্যাট)। অ্যাডিলেডে ৩টে টেস্ট সেঞ্চুরি ও ২টো ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট।
এই খবরটিও পড়ুন
অ্যাডিলেডে বিরাট কোহলির প্রথম শতরান ২০১২ সালে। তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ায়। এরপর ২০১৪ সালে ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব অস্ট্রেলিয়াতেই পান তিনি। টেস্ট ম্যাচে প্রথম বার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেন বিরাট। প্রথম ইনিংসে ১১৫ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ১৪১ রান।
ওভালে ওডিআইতে ৪ ইনিংসে কোহলি ৬১ গড়ে ২৪৪ রান করেছেন। ওডিআইতে বিরাটের একটা সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে। টি-২০ ফর্ম্যাটে এই ভেনুতে তিন বার হাফসেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাটে। এ বার কি অ্যাডিলেডে কোহলির ষষ্ঠ সেঞ্চুরি লোডিং? পারথে যে ছন্দে অজিদের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন বিরাট, তাতে তাঁর প্রিয় মাঠে সেঞ্চুরি করলে হবে সোনায় সোহাগা।
অ্যাডিলেডের সঙ্গে বিরাটের সুখ-স্মৃতি যেমন রয়েছে ভুরি ভুরি, তেমনই ২০২০-২১ সালে ৩৬ রানে আউটের লজ্জাও রয়েছে। ওই ম্যাচের প্রথম ইনিংসে কোহলি ৭৪ করেছিলেন। যদিও সে সব এখন অতীত। কোহলি এখন মগ্ন অ্যাডিলেডে নেমে ষষ্ঠ সেঞ্চুরি হাঁকানোর প্রস্তুতিতে।
বিরাট কোহলি অ্যাডিলেডে টেস্টে ৮ ইনিংসে ৬৩.৬ গড়ে ৫০৯ রান করেছেন। রয়েছে ১টি হাফসেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি। আগামিকাল দিনরাতের টেস্টে নামবে টিম ইন্ডিয়া। দিনরাতের টেস্টে এর আগে ৬ ইনিংসে ২৭৭ রান করেছেন কোহলি। গড় ৪৬.১।