সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভাইরাল হয়েছে শচীন তেণ্ডুলকরের সঙ্গে বিনোদ কাম্বলির (Vinod Kambli) একটি ভিডিও। যেখানে শচীনের হাত ধরে টানছেন তাঁর প্রাক্তন সতীর্থ। যা দেখে অনেকেরই ধারণা কাম্বলি গভীর অসুস্থ। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকেও সেটা নিশ্চিত করে জানানো হয়েছে, ১৪ বার রিহ্যাবে গিয়েছেন কাম্বলি। এবার তাঁর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।
স্যর আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শচীন এবং কাম্বলি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, বয়সের ভারে যেন ন্যুব্জমান কাম্বলি। গাল ভর্তি সাদা দাড়ি। দেখে বোঝার উপায় নেই তিনি শচীনের এককালের সতীর্থ। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখাতেই শচীনের হাত শক্ত করে ধরলেন ছোটবেলার বন্ধু। সে হাত যেন আর ছাড়তেই চাইছেন না। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার।
এর আগেও ভাইরাল হয়েছিল কাম্বলির একটি ভিডিও। সেখানে দেখা যায়, কাম্বলি নিজের পায়ে হাঁটতে পারছেন না। ভারতের প্রাক্তন ক্রিকেটার যে অসুস্থ, সেটা নিশ্চিত করেছেন কাম্বলির ছোটবেলার বন্ধু মার্কাস কৌতো। এমনকী তাঁকে ১৪ বার রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
এবার কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত কপিল দেবরা। কিন্তু তার জন্য মানতে হবে একটা শর্ত। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলবিন্দর সিং সান্ধু বলেছেন, “কপিল আমাকে বলেছিল, যদি কাম্বলি রিহ্যাবে যেতে চায়, তাহলে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। যদি সেটাতে ও রাজি হয়, তাহলে আমরা আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত। তাতে যতদিন ধরে চিকিৎসা চলুক, আমাদের কোনও অসুবিধা নেই।”
Two friends, same talent: one a legend admired globally, the other a story of what could’ve been. Sachin Tendulkar thrives as a role model, while Vinod Kambli fades away. Talent gets you started, but discipline keeps you going. Choose wisely.
— Godman Chikna (@Madan_Chikna) December 3, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));