সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড গড়ার পর ১০ দিনও কাটেনি। তার মধ্যেই নজিরে ভাগ বসল। নভেম্বরের শেষ সপ্তাহে ২৮ বলে সেঞ্চুরি করে শিরোনামে এসেছিলেন গুজরাটের উর্ভিল প্যাটেল। কিন্তু এদিন তাতে ভাগ বসালেন অভিষেক শর্মা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলেই সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়লেন তিনি।
ভারতীয় দলের তারকা টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নিজের নামও খোদাই করে রাখলেন। পাঞ্জবের সঙ্গে এদিন ম্যাচ ছিল মেঘালয়ের। যেখানে ১৪৩ রান তাড়া করতে নেমেছিল অভিষেকের নেতৃত্বাধীন দল। আর শুরু থেকেই সেখানে ঝড় তোলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ওপেনার। ২৮ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। পাঞ্জাব যখন ৭ উইকেটে ম্যাচ জিতে ফিরছে তখন স্কোরবোর্ডে অভিষেকের রান ২৯ বলে ১০৬।
এই রানে পোঁছতে অভিষেক মেরেছেন ৮টি চার। হাঁকিয়েছেন ১১টি ছক্কা। সেই সঙ্গে চোখ কপালে তোলা ৩৬৫.৫২ স্ট্রাইক রেট। এছাড়া বল হাতেও দুটি উইকেট তুলেছেন তিনি। এর আগে পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ৬ ম্যাচে করেছিলেন মাত্র ১৪৯ রান। ছিল মাত্র একটি হাফসেঞ্চুরি। কিন্তু মেঘালয়ের বিরুদ্ধে চেনা বিধ্বংসী মেজাজে ফিরলেন অভিষেক। আইপিএলে যাঁকে ১৪ কোটি টাকা দিয়ে রিটেন করেছে হায়দরাবাদ।
যদিও একটুর জন্য বিশ্ব ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির ভাঙতে পারলেন না অভিষেক। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে শতরান করেছিলেন সাইপ্রাসের বিরুদ্ধে। উল্লেখ্য, নভেম্বরের শেষ সপ্তাহে এই টুর্নামেন্টেই ২৮ বলে সেঞ্চুরি হাঁকান গুজরাটের ক্রিকেটার উর্ভিল প্যাটেল। ত্রিপুরার বিরুদ্ধে ৭টা চার ও ১২টা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৩৫ বলে ১১৩ রানে। যদিও আইপিএলে কোনও দল পাননি উর্ভিল।
🚨 ABHISHEK SHARMA – JOINT FASTEST HUNDRED BY AN INDIAN IN T20 HISTORY 🚨
– Abhishek smashed Hundred from just 28 balls in Syed Mushtaq Ali while chasing 143 runs. 🤯 pic.twitter.com/K6PbcWPh4V
— Johns. (@CricCrazyJohns) December 5, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));