বছর ছ’য়েক আগে বিরাটের সঙ্গে ‘সিক্রেট সেলফি’র রহস্য ফাঁস নীতীশ রেড্ডির


Nitish Kumar Reddy: বছর ছ’য়েক আগে বিরাটের সঙ্গে ‘সিক্রেট সেলফি’র রহস্য ফাঁস নীতীশ রেড্ডির
Image Credit source: PTI

কলকাতা: বয়স তাঁর ২১। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলবেন। কিং কোহলি তাঁর আদর্শ। ব্যাটিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ছোটবেলা থেকে হিসেব করতেন তাঁর ও কোহলির বয়সের ফারাক। ভাবতেন তিনি যখন ক্রিকেট খেলবেন, নিশ্চয়ই বিরাট অবসর নেবেন না। অন্ধ্রপ্রদেশের ছেলের সেই স্বপ্নপূরণ হয়েছে। কোহলির সঙ্গে জাতীয় দলে খেলেছেন নীতীশ। কয়েকদিন আগে পারথে যখন বিরাট সেঞ্চুরি করেন, সেই সময় অপর প্রান্ত থেকে উচ্ছ্বাসে মেতে ওঠেন নীতীশ রেড্ডি। পারথ টেস্টে নীতীশ-বিরাটের একাধিক ছবি চিরকাল মনে রাখার মতো। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল কোহলি ও নীতীশের এক সিক্রেট সেলফি। অ্যাডিলেড টেস্টের আগে তার রহস্য ফাঁস করেছেন নীতীশ।

সালটা ছিল ২০১৮। বিসিসিআইয়ের এক ইভেন্টে উপস্থিত ছিলেন সস্ত্রীক বিরাট কোহলি। সেখানেই ছোট্ট নীতীশ খানিক লুকিয়ে সেলফি তুলেছিলেন। সেই ছবিতে বিরাট অবশ্য নীতীশের কাছে ছিলেন না। তিনি ছিলেন তাঁর থেকে অনেকটাই দূরে। পাশে বসেছিলেন অনুষ্কা শর্মা। হাসিমুখে নীতীশের সেই ছবি নেটদুনিয়ায় কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল।

এই খবরটিও পড়ুন

বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নীতীশ রেড্ডি বলেছেন, ‘বিরাট ভাইয়া তখন ভীষণ জনপ্রিয়। পরে যদি আর সুযোগ না পাই সেটা ভেবে তাই তখনই ছবি তুলেছিলাম। ‌ছোটবেলা থেকেই আমি বিরাট ভাইয়ার ভক্ত ছিলাম। টেলিভিশনে বিরাট ভাইয়ার সমস্ত খেলা দেখতাম। তিনি সেঞ্চুরি করলে সেলিব্রেট করতাম। আর এখন তাঁর সঙ্গে খেলছি। খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি।’

পারথ টেস্টে নীতীশের সঙ্গে অপরাজিত ৭৭ রানের জুটি গড়েছিলেন বিরাট। অভিষেক টেস্টে বিরাটের হাত থেকেই টেস্ট ক্যাপ পেয়েছেন নীতীশ। পারথে কোহলির শতরানের পার্টনারও হতে পেরেছিলেন তিনি। এই প্রসঙ্গে নীতীশ বলেন, ‘আমি তাঁকে সেঞ্চুরি থেকে ১০ রান দূরে দেখছিলাম, সেটা তারপর ৫ রান দূরে ছিল। ওই সময় আমি বুঝতেই পারিনি যে নিজের হাফসেঞ্চুরির সামনে পৌঁছে গিয়েছি। টেস্টে ওটাই আমার প্রথম হাফসেঞ্চুরি হত। যদি আর ১২ রান করতে পারতাম।’

উল্লেখ্য, নীতীশ পারথে দুই ইনিংসে ৪১ ও ৩৮* রান করেন। দিনরাতের টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ভারতের তরুণ তুর্কি। এ বার দেখার অ্যাডিলেড টেস্টে তিনি কত রান করতে পারেন।



Leave a Reply