বিরাট-রোহিত নন, সমস্যায় পড়লে কার কাছে ছোটেন নীতীশ?


Nitish Kumar Reddy: বিরাট-রোহিত নন, সমস্যায় পড়লে ভারতের কোন ক্রিকেটারের কাছে ছোটেন নীতীশ?
Image Credit source: PTI

কলকাতা: বিগত কয়েকদিন ধরে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) নিয়ে শোরগোল ভারতীয় ক্রিকেটমহলে। ফের একবার শিরোনামে বছর একুশের তরুণ তুর্কি। পারথে ডেবিউ টেস্ট খেলেছিলেন তিনি কয়েকদিন আগে। এ বার অ্যাডিলেডে খেলছেন গোলাপি বল টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে তাঁকে নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। কেন তাঁকে বর্ডার গাভাসকর ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজের স্কোয়াডে নেওয়া হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। পারথে যখন তাঁর টেস্ট ডেবিউ হল, এরপর অনেকেই তাঁকে নিয়ে প্রশ্ন করা বন্ধ করেন। আলোচনায় উঠে আসে তাঁর পারফরম্যান্স। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংসে নীতীশ লড়েছেন ব্যাট হাতে। সেই তিনিই জানিয়েছেন, সমস্যায় পড়লে তিনি কার কাছে ছোটেন।

বিসিসিআই টিভির শেয়ার করা এক ভিডিয়োতে নীতীশ রেড্ডিকে বলতে শোনা যায়, ‘যদি আমি কোনও সমস্যায় পড়ি, তা হলে কেএল ভাইয়ের কাছে যাই এবং কথা বলি। তাঁর সঙ্গে কথা বললে ভালো অনুভূতি হয়। তিনি আমাকে যে পরামর্শ দেন, সেগুলো আমার কাজে লাগে। আমি যখন ব্যাট করতে যাই, তার আগেও তিনি আমাকে যে টিপস দেন, সেগুলো কাজে লাগে।’

এই খবরটিও পড়ুন

লোকেশ রাহুল বেঙ্গালুরুর ছেলে। আর নীতীশ কুমার রেড্ডির শহর হায়দরাবাদ। দুই শহরের সংস্কৃতি, খাবারে নানা বৈচিত্র্য রয়েছে। তারপরও কোথাও গিয়ে রাহুল ও নীতীশের কানেকশন একটা আলাদা জায়গায় পৌঁছে গিয়েছে। দু’জনের বন্ডিং অল্প কয়েকদিনেই ভালো হয়েছে। যে কারণে জুনিয়র হয়েও রাহুলের সঙ্গে মন খুলে কথা বলতে দ্বিধাবোধ করেন না নীতীশ।



Leave a Reply