সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইনিংসে বড় রানের লিড নিল অস্ট্রেলিয়া। নেপথ্যে ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি। এমনিতেও ভারতকে দেখলেই তেড়েফঁড়ে ওঠেন হেড। সেটা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বর্ডার গাভাসকর ট্রফিই বা বাদ যায় কেন? হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের যাবতীয় দর্পচূর্ণ করে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেললেন তিনি। ৪ উইকেট তুলে বুমরাহ একদিক সামাল দিলেন। তাতেও ১৫৭ রানের লিড তুলল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তাদের ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। সিরাজ ৪ পেলেও রান বিলোলেন দেদার। অবশ্য হেডকেও তিনিই ফেরালেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]