গোলাপি বলে অজি কাঁটা পেরোতে না পেরে কাকে দোষ দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা?


IND vs AUS: গোলাপি বলে অজি কাঁটা পেরোতে না পেরে কাকে দোষ দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা?Image Credit source: PTI

কলকাতা: অ্যাডিলেড টেস্ট শেষ হতেই দুই ক্যাপ্টেনের মুখে একটা সপ্তাহের কথা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স বললেন, ‘দারুণ একটা সপ্তাহ। আমরা এ ভাবেই খেলতে চেয়েছিলাম।’ অপরদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, ‘আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক একটা সপ্তাহ।’ গোলাপি বলে ভারতের থেকে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার। সেটাই যেন তফাৎ গড়ে দিল। এর আগের অজি সফরে ভারত এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউটের লজ্জার নজির গড়েছিল। এ বার কামিন্সদের মাত্র ১৯ রানের টার্গেট দিয়ে সেই লজ্জাই যেন আরও বাড়ালেন রোহিতরা। গোলাপি বলে অজি কাঁটা পেরোতে না পেরে কাকে দোষ দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন?

আলাদা করে কোনও ক্রিকেটারকে কাঠগড়ায় তোলার পথে হাঁটেননি রোহিত শর্মা। তিনি এই স্বভাবের নন। দল ভালো খেলতে পারেনি। তার ফল মিলেছে। সোজা কথা হিটম্যানের। দিন-রাতের টেস্টে হেরে রোহিত বলেন, ‘এই সপ্তাহটা আমাদের জন্য ভালো কাটল না। অত্যন্ত হতাশাজনক। আমরা পুরো ম্যাচজুড়ে ভালো খেলতে পারিনি। অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে। আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচের রাশ হাতে নেওয়ার। কিন্তু আমরা সেটা পারিনি। যার খেসারত আমাদের দিতে হল। পারথে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু প্রতিটা গেম একটা আলাদা চ্যালেঞ্জ। পরের টেস্টে এ বার নজর দেব। পারথে যা করেছি মনে রাখব। আর ব্রিসবেনে গতবার যেমন খেলেছিলাম, সেটা মাথায় রাখব।’

এই খবরটিও পড়ুন

Leave a Reply