সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামিকে নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। তিনি শেষমেশ কবে অস্ট্রেলিয়া যাবেন, সেটা পরিস্কার হচ্ছে না। অ্যাডিলেড টেস্টে হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যা বলেন, তাতে তারকা পেসারকে নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ভারত অধিনায়কের এমন মন্তব্যে বিস্মিত বাংলা টিম ম্যানেজমেন্ট।
রবিবার অ্যাডিলেডে রোহিত বলেন, “আমরা শামির অবস্থার উপর নজর রাখছি। ও এখন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলছে। সেখানে খেলতে গিয়ে আবার ওর হাঁটু কিছুটা ফুলে গিয়েছে বলেই শুনেছি। যা টেস্টের প্রস্তুতিতে সমস্যায় ফেলেছে। আমরা শামির ব্যাপারটা নিয়ে খুব সতর্ক। এখানে আসার পর আবার কোনও সমস্যা হোক, সেটা চাইছি না। এই ব্যাপারটা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাই না। দেখুন শামির মতো বোলারকে আমরা সবসময়ই টিমে চাই। তবে ফেরার ক্ষেত্রে ওর উপর কোনওরকম চাপ সৃষ্টি করতে চাই না। ফিজিও-ট্রেনাররা শামিকে সবসময় পর্যবেক্ষণে রেখেছে। চার ওভার বোলিং করা, কুড়ি ওভার মাঠে থাকার পর ওর কন্ডিশন কীরকম থাকছে, সেটা ওরা দেখছে। ওদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। একটা কথা বলে রাখি, শামির জন্য ভারতীয় টিমের দরজা সবসময় খোলা।”
কিন্তু রোহিতের এহেন মন্তব্য বাংলা টিম ম্যানেজমেন্টকে বেশ অবাক করেছে। প্রায় এক বছর পর চোট সারিয়ে ফিরে বাংলার হয়ে রনজি খেলেছেন শামি। বর্তমানে বাংলা টিমের সঙ্গেই রয়েছেন। টি-টোয়েন্টি খেলছেন। মধ্যপ্রদেশ ম্যাচে নিজের বোলিংয়ের সময়ই ডাইভ দিয়েছিলেন শামি। সেটার ইম্প্যাক্টেই হাঁটু সামান্য ফুলে গিয়েছিল। কিন্তু মারাত্মক কিছু নয়। ওই ম্যাচেই আবার বোলিং করেছিলেন শামি। তারপরও সব ম্যাচেই বোলিং করেছেন। ফিল্ডিং করছেন। শামির কোনওরকম সমস্যা হচ্ছে না। তাই রোহিত কীভাবে হাঁটুর ফুলে যাওয়ার কথাটা বললেন, সেটাই অবাক করছে বাংলা শিবিরকে। বঙ্গ শিবির থেকে বলা হচ্ছে, ওটা নতুন করে কোনও চোট নয়। শুধুমাত্র ইম্প্যাক্টের ফলেই হয়েছিল। যদি সমস্যাই হত, তাহলে পরের সবগুলো ম্যাচে ভারতীয় পেসার কী করে খেললেন? বঙ্গ শিবির থেকে বলা হয়, শামি পুরোপুরি সুস্থ। একেবারে পুরনো ছন্দে বোলিং করছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন কবে তাঁকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যায়, সেটাই দেখার।