বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে এবার কলকাতার মহমেডান স্পোর্টিং, বড় পদক্ষেপ ফুটবল ক্লাবের


কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার লাগাতার চলছে। আগেই এর তীব্র নিন্দা করেছে ইস্টবেঙ্গল ক্লাব। ভারতের প্রথম ফুটবল ক্লাব হিসেবে প্রকাশ্যে এর নিন্দা করে লাল-হলুদ। এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করার আবেদনও জানান ইস্টবেঙ্গল কর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও দেয় ইস্টবেঙ্গল ক্লাব। এবার তীব্র নিন্দায় সরব কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিং। করতে চলেছে বড় পদক্ষেপও।

বাংলাদেশের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের অতীতের নিবিড় যোগ রয়েছে। ওপার বাংলার নিপীড়িত মানুষদের জন্য এগিয়ে আসে লাল-হলুদ। তবে উল্লেখযোগ্য ভাবে এবার সরব হল মহমেডান স্পোর্টিংও। বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন জমা দেবেন সাদা-কালো কর্তারা। চারজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন জমা দিয়ে আসবে।

এদিকে ইন্ডিয়ান সুপার লিগে দলের পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তিত মহমেডান কর্তারা। কার্যকরী কমিটিতে বদল আনা হল। সরিয়ে দেওয়া হল রহিম নবি আর শেখ আজিমকে। কার্যকরী কমিটিতে এলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি, তমাল ঘোষাল আর প্রাক্তন ফুটবলার সাব্বির আলি। রাহুল টোডিকে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট করা হল। ক্লাবের সঙ্গে বাঙ্কারহিল আর শ্রাচী গ্রুপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও দৃঢ় করতেই এই উদ্যোগ।

আইএসএলে এবারই প্রথম খেলছে মহমেডান স্পোর্টিং। শুরুর দিকে তাদের পারফরম্যান্স নজর কাড়ছিল। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, পারফরম্যান্স গ্রাফ নেমেছে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যে মহমেডান দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে তার ইঙ্গিতও দিয়ে রাখলেন সাদা-কালো কর্তারা।

Leave a Reply