Rohit vs Shami: ভারতীয় দলে সামির প্রত্যাবর্তন কেন হচ্ছে না, রোহিতের সঙ্গে ঝামেলার জেরে? বিস্ফোরক খবরImage Credit source: PTI
কলকাতা: ফিটনেস নিয়েই যত প্রশ্ন? নাকি রোহিত শর্মার সঙ্গে ঝামেলার জেরে ভারতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে না? মহম্মদ সামিকে (Mohammed Shami) ঘিরে হঠাৎই চাঞ্চল্যকর খবর। ৩৬০ দিন পর ক্রিকেটে প্রত্য়াবর্তন হয়েছে বাংলার পেসারের। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে চোট পেয়েছিলেন। তারপর আর খেলতে দেখা যায়নি ভারতের হয়ে। রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিয়মিত খেলা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরে তাঁকে পাঠানো নিয়ে অদ্ভুত গড়িমসি দেখা যাচ্ছে। বারবার ফিটনেসের প্রসঙ্গ তোলা হচ্ছে। যদি আনফিটই হবেন সামি, তা হলে বাংলার হয়ে একের পর এক ম্যাচ খেলছেন কি করে? তাঁর সঙ্গে নাকি রোহিতের ঝামেলা হয়েছে, তারই জেরে এমনটা হচ্ছে, তেমনই খবর ভাসছে হাওয়ায়।
জাগরণের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের সময় এনসিএ-তে ছিলেন সামি। তখন তিনি ভারতীয় টিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রোহিত তার ঠিক আগে বলেছিলেন, সামির চোট নিয়ে উদ্বেগে আছেন। পুরো ফিট না হলে তাঁকে ভারতীয় দলে ফেরাবেন না। আধাফিট সামির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এতেই নাকি চটেছিলেন সামি। একটি সূত্র জানাচ্ছে, রোহিত এবং সামির মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। রোহিতকে জিজ্ঞেস করেছিলেন সামি, কেন তাঁকে নিয়ে এমন মন্তব্য করেছেন রোহিত। সেই ঝামেলার জেরেই কি অস্ট্রেলিয়া সফরে ডাক পাচ্ছেন না। বাংলার হয়ে প্রতি ম্যাচেই পারফর্ম করছেন। তা সত্ত্বেও কেন তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই।
এই খবরটিও পড়ুন
সবচেয়ে বড় কথা হল, এই মুহূর্তে ভারতীয় টিমের হাল বেশ খারাপ। পারথ টেস্টে জেতার পর অ্যাডিলেডে ভারতের লজ্জাজনক হার হয়েছে। ব্যাটার রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিরাট পারথে সেঞ্চুরি করলেও অ্যাডিলেডে চরম ব্যর্থ। বোলিংও তথৈবচ। বুমরা চমৎকার পারফর্ম করছেন। কিন্তু অন্যরা পারফর্ম না করায় পুরো দায়ভার নিতে হচ্ছে বুমরাকেই। এই মুহূর্তে সামিই পারেন বুমরার সঙ্গী হয়ে উঠতে। যা শোনা যাচ্ছে, ব্রিসবেন টেস্টেও সামিকে খেলানোর ভাবনা নেই। কারণ এনসিএ থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সামি যদি অস্ট্রেলিয়া যান, ভারতীয় দলের হয়ে শেষ দুটো টেস্ট খেলতে পারেন। ততদিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা জিইয়ে থাকবে ভারতের? শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা জেতায় ভারত ক্রমশ দূরে সরে যাচ্ছে। সামির প্রত্যাবর্তন হয়তো ভারতকেও ফেরার স্বপ্ন দেখাতে পারে।