ইউনুস সরকারের রোষে মাশরাফি! মারধরের মামলা দায়ের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার বিরুদ্ধে মামলা দায়ের হল বাংলাদেশে। জানা গিয়েছে, হামলা, মারধর, ভাঙচুরের মতো একাধিক অভিযোগ দায়ের হয়েছে আওয়ামি লিগের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। অভিযোগপত্রে নাম রয়েছে মাশরফির বাবারও। মোট ৬৪৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Leave a Reply