নেটেও হতশ্রী ফর্ম, ব্রিসবেনে কি ওপেন করবেন রোহিত? ভারতের অনুশীলন ঘিরে জোর চর্চা


শুভায়ন চক্রবর্তী, অ্যাডিলেড: গোলাপি বলের টেস্ট হেরে প্রবল সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। তাই মঙ্গলবার ব্রিসবেনে না গিয়ে অ্যাডিলেডেই ফের অনুশীলনে নেমে পড়েছে গোটা দল। কিন্তু মেন ইন ব্লুকে চিন্তায় রাখবে অধিনায়কের ফর্ম। মঙ্গলবার নেটে দেখা গেল, বোলারদের সামনে টিকতেই পারছেন না রোহিত শর্মা। পেসার হোক বা স্পিনার, সকলেই রোহিতকে সমস্যায় ফেলছেন। ফলে প্রশ্ন উঠছে, ব্রিসবেনেও কি রানের খরা কাটাতে পারবেন ভারত অধিনায়ক?

শনিবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। ইতিমধ্যেই ব্রিসবেনে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ১-১ অবস্থায় গাব্বার কঠিন পিচে খেলতে নামবে দুই দল। তার আগে বিশেষ প্র্যাক্টিসে নেমে পড়ে ভার‍ত। কোচ গৌতম গম্ভীর ছাড়াও সেখানে হাজির ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ব্যাটারদের মধ্যে এদিন শুভমান গিল এবং কে এল রাহুলকে বেশ স্বচ্ছন্দ দেখিয়েছে। ব্রিসবেন টেস্টে রাহুল ওপেন করবেন কিনা, সেই নিয়ে চর্চা চলছে। নেটে তাঁকে নতুন বলেই অনুশীলন করতে দেখা যায়। তার পরেই জল্পনা শুরু, তাহলে কি গাব্বাতেও রাহুলই ওপেন করবেন?

সেরকমটা হলে অবাক হওয়ার থাকবে না। কারণ মঙ্গলবার নেটে রোহিতকে মোটেই স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা যায়নি। শুরুতে তিন স্পিনারের বিরুদ্ধে ব্যাট করেন রোহিত। প্রথম বলে ডিফেন্স করলেও একের পর এক বলে সমস্যায় পড়েন। ওয়াশিংটন সুন্দরের বলে সুইপ মারতে গিয়ে ক্যাচও তুলে ফেলেন। মিনিট দশেক নাকানিচোবানি খাওয়ার পর পেসারদের বিরুদ্ধেও ফের সমস্যায় রোহিত। দুবার আকাশ দীপের বলে আউট হন। শেষ দিকে কিছুটা ধাতস্থ হলেও নিজের সেরা ব্যাটিংয়ের ধারেকাছেও যেতে পারেননি ভারত অধিনায়ক।

অ্যাডিলেডে হতাশ করেছিলেন বিরাট কোহলি। মঙ্গলবার অনুশীলনের শুরুতেও বেশ নড়বড়ে দেখায় তাঁকে। আকাশ দীপের বলে বিট হন কয়েকবার। তবে কিছুক্ষণের মধ্যেই ভালো শট দেখা যায় কিং কোহলির ব্যাট থেকে। বিরাটের পাশাপাশি যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের দিকেও কড়া নজর রাখেন গম্ভীর। বোলারদের মধ্যে এদিন নজর কাড়েন আকাশ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তবে ব্রিসবেনে তাঁরা খেলবেনই, সেকথা জোর দিয়ে বলা যাচ্ছে না। এদিন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং নীতীশ রেড্ডি বল করেননি। আগামী কাল ব্রিসবেন পৌঁছবে ভারত। বৃহস্পতিবার থেকে ফের অনুশীলনে নামবে রোহিত ব্রিগেড।

Leave a Reply