সেমিফাইনালের দৌড়ে সামি-রিঙ্কুরা, কখন-কোথায়-কীভাবে দেখা যাবে ম্যাচ!


মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির নকআউট পর্ব চলছে। রাত পোহালেই কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আটটি দল সেমিফাইনালের লড়াইয়ে। এর মধ্যে একঝাঁক তারকা ক্রিকেটারও রয়েছেন। স্বাভাবিক ভাবেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়েও আগ্রহ তুঙ্গে। কোয়ার্টার ফাইনালে যে আটটি দল জায়গা করে নিয়েছে তা হল-মধ্য প্রদেশ, সৌরাষ্ট্র, বরোদা, বাংলা, মুম্বই, বিদর্ভ, দিল্লি এবং উত্তর প্রদেশ। কে কার বিরুদ্ধে খেলবে, কোথায় ম্যাচ, কখন শুরু-যাবতীয় তথ্য রইল।

মুস্তাক আলি টি-টোয়েন্টি ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি হবে দুটি ভেনুতে। একটি বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম, অন্যটি বেঙ্গালুরুর থেকে কিছুটা দূরে, আলুরে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে।

  • মধ্য প্রদেশ বনাম সৌরাষ্ট্র-সকাল ৯টা, আলুর
  • বরোদা বনাম বাংলা-সকাল ১১টা চিন্নাস্বামী স্টেডিয়াম
  • মুম্বই বনাম বিদর্ভ-দুপুর ১.৩০ আলুর
  • দিল্লি বনাম উত্তর প্রদেশ-বিকেল ৪.৩০, চিন্নাস্বামী স্টেডিয়াম

দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বাংলার পেসার মহম্মদ সামির। রঞ্জি ট্রফিতে এক ম্যাচ খেলেছিলেন। মুস্তাক আলিতে এখনও অবধি বাংলার প্রতিটি ম্যাচেই খেলেছেন। বল হাতে যেমন ভরসা দিয়েছেন, ব্যাট হাতেও বিধ্বংসী ইনিংস খেলেছেন। বরোদার বিরুদ্ধেও বাড়তি নজর থাকবে সামির দিকে। ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে রয়েছে। সামির কাছে এই টুর্নামেন্ট রিহার্সালও।

এই খবরটিও পড়ুন

দিনের অন্য ম্যাচগুলির মধ্যে বিশেষ নজর থাকবে মধ্যপ্রদেশের রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ার, মুম্বইয়ের অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবদের উপর। শেষ কোয়ার্টার ফাইনাল রুদ্ধশ্বাস হতে চলেছে। ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে অনবদ্য খেলছে উত্তর প্রদেশ। ক্যাপ্টেন্সির পাশাপাশি বল হাতেও দুর্দান্ত ভুবি। নিয়েছেন একটি হ্যাটট্রিকও। তেমনই ব্যাটিংয়ে নজর থাকবে কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের দিকে।

মুস্তাক আলি টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি দেখা যাবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে।

Leave a Reply