সৌদি আরবে ফিফা বিশ্বকাপ, শতবর্ষের টুর্নামেন্ট মেসির দেশে!


ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের টুর্নামেন্ট আয়োজিত হবে মেক্সিকো, কানাডা এবং আমেরিকাতে। তার পরবর্তী দুই বিশ্বকাপের আয়োজকও ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এর মধ্যে রয়েছে ফিফা বিশ্বকাপের শতবর্ষের টুর্নামেন্টও। গত বারের আয়োজক ছিল কাতার। মিডল ইস্টের আরও একটি দেশ সৌদি আরবও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের কোন সংস্করণ কোথায়, রইল বিস্তারিত।

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। উদ্বোধনী বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। তাদের পাশাপাশি লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাও পাচ্ছে গর্বের সংস্করণ। ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ। আয়োজনের দায়িত্বে ছ’টি দেশ। টুর্নামেন্টের একেকটি অংশ হিসেবে ভাগ করা হবে। ২০৩০ বিশ্বকাপের আয়োজক যথাক্রমে স্পেন, পর্তুগাল, মরক্কো এবং আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে।

কাতার বিশ্বকাপ সফল হয়েছিল। ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব একক ভাবে দেওয়া হল সৌদি আরবকে। নানা দেশ বিশ্বকাপ আয়োজনের দাবি জানালেও সুযোগ পেল সৌদি। এর অন্যতম কারণ প্রিন্স মহম্মদ বিন সলমন। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ঢালাও বিনিয়োগ করেছেন তিনি। কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলার খেলতে গিয়েছেন সৌদি আরবের ক্লাবে। শুধু রোনাল্ডোই নয়, এরপর আরও অনেক তারকা ফুটবলার যোগ দিয়েছেন সৌদির ক্লাবে। এমনকি মেসির দিকেও নজর ছিল সৌদির ক্লাবের। শেষ অবধি আমেরিকার ইন্টার মায়ামিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি।

যদিও সৌদি আরবকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে অনেকে বিতর্কের গন্ধও পাচ্ছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দারুণ সম্পর্ক প্রিন্স আলি বিন মহম্মদ সলমনের। অনেকে মনে করছেন, এ ক্ষেত্রে স্বচ্ছতার চেয়ে সু-সম্পর্কের দিক থেকেই অগ্রাধিকার পেয়েছে সৌদি।



Leave a Reply