সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১০ মাস। আমজনতা তার মিষ্টি মুখখানি এখনও দেখার সুযোগই পায়নি। তা সত্ত্বেও এই কদিনে নয়া রেকর্ডের মালিক হয়ে গেল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ছেলে অকায়! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জন্মের বছরেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে খুদে অকায়।
তা কী এমন কাণ্ড ঘটাল এই স্টার কিড? আসলে নামেই লুকিয়ে যাবতীয় জনপ্রিয়তার রহস্য। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় বিরুষ্কার দ্বিতীয় সন্তানের। তারকা দম্পতি ছেলের নাম রাখেন অকায় কোহলি। আর এর পর থেকেই অকায় নামের মানে জানতে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। ব্যস, গুগল সার্চে লাগাতার খুঁজে বের করা হয়েছে অকায়ের অর্থ। সেই সৌজন্যেই ‘মিনিং’ ক্য়াটাগরি অর্থাৎ মানে খোঁজার বিভাগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ১০ মাসের খুদে। ২০২৪ সালে গুগল সার্চের প্রথম দশে নেই বিরাট কোহলি কিংবা অনুষ্কা শর্মা। কিন্তু এই বয়সেই মা-বাবাকে পিছনে ফেলে দিয়েছে অকায়। প্রসঙ্গত, হিন্দিতে একটি শব্দ রয়েছে ‘কায়া।’ যার অর্থ শরীর। সেই সূত্রেই অকায় শব্দের অর্থ যে নিজের শরীরের থেকেও বেশি কিছু। তুর্কি ভাষায় আবার অকায় মানে ‘উজ্জ্বল চাঁদ।’
২০১৭ সালে ১১ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনেই চারহাত এক হয়েছিল বিরাট ও অনুষ্কার। ২০২১-এর জানুয়ারিতে মেয়ে ভামিকার জন্ম হয়। আর চলতি বছরে ঘর আলো করে আসে অকায়। সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন বিরুষ্কা। কিন্তু সম্প্রতি বর্ডার গাভাসকর ট্রফির পারথ টেস্টে আচমকাই ভাইরাল হয়ে গিয়েছিল এক খুদের ছবি। অনেকেই দাবি করছিলেন, ওই শিশুই বিরাটপুত্র। যদিও পরে জানা যায়, সে অকায় নয়। অর্থাৎ বছরভরই যে একরত্তি অকায় খবরের শিরোনামে ছিল, তা আর আলাদা করে বলে দিতে হয় না।