দেবাশিস সেন, ব্রিসবেন: অ্যাডিলেডে হারার পর কামব্যাকের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল বর্তমানে ১-১। রাত পোহালেই লড়াই ব্রিসবেনে। যে গাব্বায় গতবার তেরঙ্গা উড়িয়ে এসেছিলেন ঋষভ পন্থরা। ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার ‘অহংকার’। এই টেস্টে একটাই বদল আসতে পারে ভারতীয় দলে। অনুশীলনেও তার ইঙ্গিত মিলল।
কী সেই পরিবর্তন? গাব্বার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিন। পিঙ্ক বল টেস্টে একেবারেই নজর কাড়তে পারেননি বর্ষীয়ান স্পিনার। উইকেট তুলেছিলেন মাত্র ১টি। ব্যাট হাতেও কার্যকরী হতে পারেননি। ফলে গাব্বায় কোপ পড়তে পারে তাঁর উপরেই। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দর। পারথ টেস্টের দলে ছিলেন তিনি।
তবে এই লড়াইয়ে এগিয়ে আছেন রবীন্দ্র জাদেজা। এদিন অনুশীলনে দীর্ঘক্ষণ গা ঘামাতে দেখা গেল তাঁকে। জাড্ডুর অভিজ্ঞতার উপর ভরসা রাখতে পারেন গম্ভীররা। সেক্ষেত্রে তিন টেস্টে তিনজন আলাদা স্পিনার খেলতে পারেন টিম ইন্ডিয়ায়। এদিনের অনুশীলন ছিল ঐচ্ছ্বিক। ফলে সকলে উপস্থিত হননি। তবে চর্চার কেন্দ্রে ছিলেন শুভমান গিল ও ঋষভ পন্থ। গত সফরে গাব্বায় সাফল্যের নায়ক ছিলেন এই দুজন।
অনুশীলনে অনেকক্ষণ ব্যাট করলেন যশস্বী জয়সওয়াল। পারথে সেঞ্চুরি করলেও অ্যাডিলেডে রান পাননি। স্টার্কের গতির কাছে পরাস্ত হয়েছেন ভারতের তরুণ তুর্কি। গাব্বার পিচেও পেস ও বাউন্স থাকবে। স্টার্ক-কামিন্সের সঙ্গে চোট সারিয়ে ফিরছেন হ্যাজেলউড। ব্রিসবেনে কি পালটা জবাব দিতে পারবেন যশস্বী?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));