Shubman Gill: ভিডিয়ো: কামিন্স দেবেন কি, গিলই দিলেন ঘাতক বাউন্সার, আর তাতেই…
Image Credit source: PTI
কলকাতা: অ্যাডিলেডে ভারতকে হারানোর পর অজি শিবিরে পুরনো আত্মবিশ্বাস ফিরে এসেছে। দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড বরাবরই ভালো। সেখানে ভারত খুব কমই গোলাপি বল টেস্ট খেলেছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে দলের সকলেই স্বীকার করেছেন, তাঁরা যেমনটা ভেবেছিলেন, সেটা অ্যাডিলেডে ফুটিয়ে তুলতে পারেননি। এরই মাঝে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, শর্ট বল কৌশল অবলম্বন করে অজিরা অ্যাডিলেডে সাফল্য পেয়েছেন। এ বার কামিন্সকে পাল্টা দিলেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল (Shubman Gill)। আরও ভালো করে বললে ব্রিসবেনে কামিন্স ডেলিভারি দেওয়ার আগেই গিল দিলেন ঘাতক বাউন্সার।
বর্ডার গাভাসকর ট্রফির সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এক ভিডিয়োতে কামিন্সকে শর্ট বলে তাঁদের সাফল্য নিয়ে বলতে শোনা যায়। গাব্বা টেস্টের আগে প্রেস কনফারেন্সে কামিন্স বলেন, ‘শর্ট বলে সম্ভবত সাফল্য এসেছে। অ্যাডিলেড টেস্টে কাজে লেগেছে। এটা নিয়ে একটা ভাবনা সব সময় মনে থাকে। ঠিক যেন এটা প্ল্যান বি। ফলে আমরা তৃতীয় টেস্টেও শর্ট বল কাজে লাগানোর চেষ্টা করব।’
এই খবরটিও পড়ুন
কামিন্সের এই শর্ট বলে সাফল্যের তত্ত্ব মানতে নারাজ শুভমন গিল। এই প্রসঙ্গে প্রেস কনফারেন্সে গিল বলেন, ‘শর্ট বলে ওদের সাফল্য বলতে একজন টেলএন্ডার ছাড়া আমার মনে হয় একজন ব্যাটারকে ওরা শর্ট বলে আউট করেছে। ফলে আমি সত্যিই বুঝতে পারছি না ও কোন সাফল্যের কথা বলছে।’
Shots fired already? 👀
While @patcummins30 claims Australia have succeeded in their short ball ploy, look what @ShubmanGill has to say about it! 😁😅
1️⃣ DAY TO GO for #AUSvINDOnStar 3rd Test 👉 SAT 14 DEC, 5.20 AM onwards! #ToughestRivalry pic.twitter.com/vS55v5Qgwz
— Star Sports (@StarSportsIndia) December 13, 2024
গিলের এ কথা থেকে পরিষ্কার, কামিন্স যে শর্ট বলে সাফল্য পাওয়ার কথা বলছেন, সেটা ভারতীয় শিবিরে গুরুত্ব দেওয়া হচ্ছে না। পাশাপাশি ভারতের তরুণ তুর্কি জানিয়েছেন, ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথমে যদি ব্যাট করতে হয়, সেক্ষেত্রে বড় রান স্কোরবোর্ডে তোলাই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য। এটা নিয়েই ভারতীয় শিবিরে থাকা ব্যাটারদের মধ্যে আলোচনা হয়। এ বার দেখার আগামিকাল থেকে শুরু হতে চলা গাব্বা টেস্টে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে।