সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং কে এল রাহুল, ভারতীয় দলের দুই তারকা যে একে অপরের ভালো বন্ধু সেটা মোটামুটি সকলেরই জানা। শনিবারের ব্রিসবেন আরও একবার সেই গভীর বন্ধুত্বের ছবি চাক্ষুস করল। একেবারে ছোটবেলার মতো এক কৌটো থেকে টিফিন শেয়ার করে খেলেন রাহুল এবং বিরাট।
বৃষ্টির জেরে ব্রিসবেনে প্রথম দিন মোটে ১৩.২ ওভার খেলা হয়েছে। দিনের বেশিরভাগ সময়ই ক্রিকেটাররা কাটিয়েছেন সাজঘরে। খেলা বন্ধ থাকার সময়ই বিরাট-রাহুলের একসঙ্গে টিফিন খাওয়ার ছবি উঠে এসেছে। ড্রেসিং রুমে গিয়ে সবে নিজের টিফিনের বাক্স খুলেছেন রাহুল, ওমনি সেখানে হাজির বিরাট। রাহুল তাঁর দিকে বাক্স এগিয়ে দেন। কোহলি সেখান থেকে খাবার নিয়ে খান। তারপর নির্লিপ্তের মতো দুজনে আড্ডা দিতে থাকেন। সেই সঙ্গে চলতে থাকে হাতও। একটা সময় পুরো টিফিন কৌটোটাই ফাঁকা হয়ে যায়।
KL Rahul is sharing his snacks with Virat Kohli during the tea break. pic.twitter.com/CdTUWlQcV9
— The sports (@the_sports_x) December 14, 2024
বিরাটরা যখন খাওয়া আর গল্পে মশগুল, তখন সেই ছবি দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। খেলা বন্ধ থাকায় হতাশ গাব্বার হাজার হাজার দর্শক সেই দৃশ্য দেখে উদ্বেল হয়ে ওঠেন। ভারতীয় সমর্থকেরা হাততালি দেন। পরে সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। অনেকে বলছেন, এ যেন মায়ের পেটের ভাই। আবার কেউ বলছেন, এই না হলে বন্ধুত্ব!
উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দু ম্যাচের ফলাফল ১-১। আপাতত ব্রিসবেন টেস্টে নজর দুই শিবিরের। প্রথম দিনের খেলা বৃষ্টিতে বিঘ্নিত হলেও আগামী দিনগুলিতে বিরাট এবং রাহুল দুজনেরই ফর্মে থাকা জরুরি ভারতের জন্য। দুই তারকাই চলতি সিরিজে ব্যাটে রান পেয়েছেন। এখন দেখার ব্রিসবেনে তাঁরা কী করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));