‘এই দুর্দিন দীর্ঘ হবে না’, মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আশাবাদী মহামেডান কোচ চেরনিশভ


স্টাফ রিপোর্টার : একে তো রক্ষণের জোসেফ আদজেই দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে। নেই গৌরব বোরা। তার উপর বুকে ব্যথার জন্য মুম্বই সিটি এফসি ম্যাচের আগের দিন সকালে দলের সঙ্গে অনুশীলনই করতে পারলেন না সিজার মাঞ্জোকি। রবিবার তাঁকে পাওয়া যাবে কি না তা নিশ্চিত করে বলতে পারলেন না মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভও। তার উপর মির্জালল কাশিমভেরও হালকা চোট রয়েছে। অথচ এই ম্যাচটা হারলে আরও চাপে পড়তে পারেন চেরনিশভ। ইতিমধ্যেই তাঁকে সরিয়ে মেহরাজউদ্দিনকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন সমর্থকদের কেউ কেউ।

গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এবার এখনও পর্যন্ত নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। দশ ম্যাচ খেলে এখনও পর্যন্ত তিনটে জয় পেয়েছে তারা। সঙ্গে পাঁচটা ড্র ও দুটো হার। সব মিলিয়ে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা। আর প্রতিপক্ষ মহামেডান? হারতে হারতে লিগ টেবিলের একেবারে শেষে চলে গিয়েছেন অ্যালেক্সিসরা। এমন পরিস্থিতিতে যে কোনও মূল্যে জয় খুঁজলেও মুম্বইয়ের মত শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাওয়া যে সহজ নয়, সেটা ভালোভাবেই জানেন চেরনিশভ। মুম্বই ম্যাচের আগের দিন দলের চোট-আঘাত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “একাধিক চোট-আঘাতের সমস্যার জন্য সময়টা ভালো যাচ্ছে না। আমাদের রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারর সার্ভিস ইতিমধ্যেই পাচ্ছি না। তবে এমন পরিস্থিতিতে বাকিদের তৈরি থাকতে হয়। মাঞ্জুকিকে পাব কিনা তা বলতে পারব ম্যাচের আগে। তবে মাথায় রাখতে হবে রবিবার আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নামতে চলেছি আমরা।”

এমন কঠিন পরিস্থিতিতেও ইনভেস্টার এবং ক্লাব কর্তারা পাশে রয়েছেন কোচের, এই জন্য তাঁদের ধন্যবাদ দিলেন চেরনিশভ। আরও বলেন, “ক্লাব সভাপতি ববি, কর্তা কামারুদ্দিন, ইনভেস্টর কর্তা রাহুল, তমাল, দীপক, টিম ম্যানেজার দীপেন্দুদের ধন্যবাদ দিতে চাই। এমন কঠিন পরিস্থিতিতে ওরা শুধু ক্লাবের পাশে আছে এমন নয়। অনুশীলনে এসে এই পরিস্থিতি থেকে কী করে বেরনো যায়, তা নিয়েও আমার সঙ্গে কথা বলেছে। আগে আমি কর্তাদের বলেছিলাম আই লিগ চ্যাম্পিয়ন হব। কথা রেখেছি। এবার বলেছি একদিন আইএসএলও চ্যাম্পিয়ন হব। আশা করি এই দুর্দিন দীর্ঘ হবে না।” মহামেডান কোচকে নিয়ে বক্তব্য রেখে বিতর্ক বাড়িয়ে ছিলেন মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ রাজু। সেই বিতর্কের জল গড়িয়েছিল অনেক দূর। যদিও সেই পরিস্থিতিতে কোচের পাশেই ছিলেন ক্লাব সভিপতি ও ইনভেস্টর কর্তারা। এমন ঘটনায় চাপ বাড়ছে কি চেরনিশভের উপর? মহামেডান কোচ এই বিষয়ে বলছিলেন, “আমি এই সব বিষয় শুনতে চাই না।”

Leave a Reply