সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনজুরি টাইমের গোলে জয়। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা মানসিকতা। কিন্তু কোনওকিছুই যেন পছন্দ হল না মোহনবাগান কোচ জোসে মোলিনার। শনিবারের ম্যাচের ফলাফল নিয়ে মোহনবাগান কোচ খুশি। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে একেবারেই নন। তিনি সাফ বলে দিলেন, এটাই এই মরশুমের জঘন্যতম পারফরম্যান্স মোহনবাগানের।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ বললেন, “ম্যাচের ফলে আমি খুশি। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে আজই।” প্রতিপক্ষেরও প্রশংসা শোনা গিয়েছে মোলিনার মুখে। তিনি বলছেন, “কেরালা যথেষ্ট ভালো খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত যে আমাদের ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভালো দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এ ছাড়াও অনেক ভুল হয়েছে। যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। আমাদের টিম স্পিরিট দারুন।”
মোহনবাগান কোচ যে দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন, সেটা বারবার তাঁর কথায় বোঝা গিয়েছে। তবে একই সঙ্গে আগামী দিনে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মোলিনা। মোহনবাগান কোচ বলছেন, “কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফসকে যায়। তবে বিশাল যথেষ্ট ভালো গোলকিপার, সেই প্রমাণও ও দিয়েছে আজ। এরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি। দলের ছেলেদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা আছে। ওরা আরও ভাল খেলবে।”
শেষ মুহূর্তে আলবার্তো রডরিগেজের অনবদ্য গোলেরও প্রশংসা শোনা গিয়েছে মোলিনার মুখে। তাঁর কথায়, “আলবার্তো সবাইকে চমকে দিয়েছে। দারুন ফিনিশ করেছে ও। ওর জন্য এবং দলের জন্য আমি খুশি। তবে বেশি খুশি দলের লড়াকু মনোভাব দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা আজ জিততে পেরেছি।”