ভারতের ব্যাটিং কোচ কে? বিরাটের ‘রোগ’ নিয়ে প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের


ভুল যে কারও হতে পারে। তবে বারবার একই ভুল হলে? অবশ্যই সমাধান প্রয়োজন। বিরাট কোহলির ক্ষেত্রে যা হচ্ছে না বলেই মনে করছেন অনেকে। তাঁর আউটের ধরণেও বারবার তা সামনে আসছে। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসেও তাই। অফস্টাম্পের অনেকটা বাইরের বল তাড়া করে কট বিহাইন্ড হন বিরাট কোহলি। বর্তমান প্রজন্মের সেরা ব্যাটারের এমন ভুল বারবার হওয়ায় বিরক্ত দেশের প্রাক্তন ক্রিকেটার। প্রশ্ন করছেন, ভারতের ব্যাটিং কোচ কে?

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট করে ভারত। কিন্তু ভারতের ইনিংসের শুরুটা আরও ভয়ঙ্কর। ইনিংসের দ্বিতীয় বলেই আউট যশস্বী জয়সওয়াল। ইনিংসের তৃতীয় তথা স্টার্কের দ্বিতীয় ওভারের প্রথম বলেই শুভমন গিলও আউট। তার কিছুক্ষণের মধ্যেই বিরাট কোহলি। এরপরই প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার মনে হয় ভারতীয় টিমের ব্যাটিং কোচকে নিয়ে আলোচনা করার সময় এসেছে। এত বড় টেকনিক্যাল সমস্যা কেন হচ্ছে? বিশেষ কিছু ব্যাটারের জন্য দীর্ঘ সময় ধরেই একই সমস্যা চলছে।’

এই খবরটিও পড়ুন

ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর সহকারী হিসেবে কাজ করছেন অভিষেক নায়ার এবং মর্নি মর্কেল। সঞ্জয় মঞ্জরেকরের পোস্টে অনেকেই লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কোচ কে?’। আবার কেউ লিখেছেন, ‘বিরাট কোহলিকে কে খেলা শেখাবে? অফস্টাম্পের বাইরের বল তাড়া করা বন্ধের কথা কে বলবে? এমন তো নয়, বিরাট কিছুই জানে না। ক্যাজুয়াল মানসিকতা রাখলে একই ভুল বারবার হবে।’



Leave a Reply