কীর্তি আজাদের বিরুদ্ধে বিরাট জয়, দিল্লি ক্রিকেট সংস্থার শীর্ষপদে ফিরলেন রোহন জেটলি


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হলেন রোহন জেটলি। তিনি বিরাট ব্যবধানে হারালেন কীর্তি আজাদকে। এই নিয়ে দ্বিতীয়বার ডিডিসিএ-র প্রধান হলেন রোহন। তিনি ভোট পেয়েছেন ১৫৭৭টি। অন্যদিকে কীর্তি আজাদের প্রাপ্ত ভোট ৭৭৭টি। রোহনের শিবিরের অন্য প্রার্থীরাও জয় পেয়েছেন।

দিল্লি ক্রিকেট বোর্ডের নির্বাচনে ক্ষমতায় আসার জন্য প্রয়োজন ছিল ১২০৭টি ভোট। সেখানে ১৫৭৭টি ভোট পেয়ে ক্ষমতায় ফিরলেন রোহন। তাঁর শিবিরের শিখা কুমার নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে। সচিব পদে এসেছেন হরিশ সিংগলা। অন্যদিকে যুগ্মসচিব পদে নির্বাচিত হয়েছেন অমিত গ্রোভার। ১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য কীর্তি আজাদ সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

২০২০ সালে প্রথমবার ডিডিসিএ-তে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন প্রয়াত অরুণ জেটলির পুত্র। সেবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরের বছর সভাপতি পদে তিনি হারিয়েছিলেন বিকাশ সিংকে। এর আগে রোহনের বিসিসিআই সচিব হওয়া নিয়েও জল্পনা শুরু হয়েছিল। জয় শাহের পদে তাঁকে দেখা না গেলেও দিল্লি ক্রিকেটে ফের প্রধান হলেন তিনি। যে পদে ১৯৯৯ ও ২০১৩ সালে নির্বাচিত হয়েছিলেন রোহনের বাবা অরুণ জেটলি।

উল্লেখ্য, নির্বাচনের দিনদুয়েক আগে উত্তপ্ত হয়েছিল দিল্লি ক্রিকেট সংস্থা। বিপুল অঙ্কের অর্থ পেয়েও সেই টাকা নয়ছয় হয়েছে বলে ডিডিসিএ সভাপতি রোহন জেটলিকে তোপ দেগেছিলেন কীর্তি আজাদ। তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, গত এক বছরে সবমিলিয়ে প্রায় ১৪০ কোটি টাকা আয় করেছে দিল্লির ক্রিকেট সংস্থা। কিন্তু তার অধিকাংশই নাকি নয়ছয় করা হয়েছে। সেই অভিযোগ সত্ত্বেও দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে ফিরলেন রোহন জেটলি।

Leave a Reply