‘অশ্বিনই সেরা’, ‘শত্রু’র বিদায়বেলায় আবেগঘন কামিন্স, তারকা স্পিনারকে বিশেষ উপহার অজিদের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলকে চমকে দিয়ে আচমকা অবসর। বিশেষ বিদায়ী ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ করেননি রবিচন্দ্রন অশ্বিন। তবে তারকা স্পিনারের শেষ আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল অস্ট্রেলিয়া। দলের সকলে মিলে সই করা জার্সি তারা তুলে দিল ভারতীয় স্পিনারের হাতে। সঙ্গে অজি অধিনায়ক প্যাট কামিন্স অকপটে স্বীকার করলেন, অশ্বিনই সেরা।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে।

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই হঠাৎ করে অবসর নেবেন অশ্বিন, এমনটা আন্দাজ করতে পারেনি ‘শত্রু’ অজি শিবিরও। মাত্র এক সপ্তাহ আগে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে খেলেছিলেন সকলের প্রিয় ‘অ্যাশ’। এদিন তাঁর অবসরের ঘোষণা শুনে কামিন্স বলেন, “এমন সময়ে অবসর নেওয়া, শুনে সত্যিই বেশ চমকে গিয়েছিলাম। বিশ্বের সব প্রান্তেই অসাধারণ ক্রিকেট খেলেছে অশ্বিন। সর্বকালের সেরাদের মধ্যে ও অন্যতম।”

প্রতিদ্বন্দ্বী হিসাবেও অশ্বিনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন কামিন্স। তাঁর কথায়, “ভারত আর অস্ট্রেলিয়া দুই দেশের মাটিতেই অশ্বিনের বিরুদ্ধে আমাদের অনেক যুদ্ধ লড়তে হয়েছে। কিন্তু এই বিদায়বেলায় আমাদের ড্রেসিংরুম থেকে অশ্বিনকে শ্রদ্ধা জানাই।” নিজের কেরিয়ারে একাধিকবার অশ্বিনকে ‘গুরু’ বলে স্বীকার করেছেন নাথান লিয়ন। বিদায়বেলায় সতীর্থদের সই করা জার্সি তিনি তুলে দিলেন ‘গুরু’ অশ্বিনের হাতে। সঙ্গে কামিন্সের বার্তা, “দারুণ খেলেছ বন্ধু। অনেক ধন্যবাদ। তুমি একজন অনবদ্য ক্রিকেটার।” সেই ভিডিও পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের সোশাল মিডিয়ায়।

Leave a Reply