ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ভিনিসিয়াস, বনমাতি


রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র জিতলেন ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। দোহায় ফিফার অনুষ্ঠানে বড় প্রাপ্তি ব্রাজিলের তরুণ ফুটবলারের। গত বার এই পুরস্কার জিতেছিলেন লিও মেসি। মেয়েদের ফুটবলে বর্ষসেরা বার্সেলোনার আইতানা বনমাতির দখলে। কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় বার ফিফার বর্ষসেরা হলেন আইতানা। পুরুষদের ফুটবলে অ্যাওয়ার্ড নিয়ে অবশ্য অপ্রত্যাশিত পরিস্থিতিও তৈরি হল। অনুষ্ঠানে আসেনি রিয়াল মাদ্রিদ!

ব্যালন ডি’অরে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। এখানেও রিয়াল মাদ্রিদের কাছে খবর ছিল, বর্ষসেরার পুরস্কার জিততে চলেছেন স্পেন তথা ম্যান সিটির ফুটবলার রড্রি। ব্রাজিলের ২৪ বছরের ভিনিসিয়াস নিজে পুরস্কার গ্রহণ করেন। ক্লাবের হয়ে মেক্সিকোর পাচুয়ার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালের জন্য দোহায় ছিলেন ভিনিসিয়াস।

গত মরসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল। ভিনিসিয়াস সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৪টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। পুরস্কার নিয়ে বলেন, ‘সকলকে ধন্যবাদ। ঠিক কী বলা উচিত বুঝতে পারছি না। আমার কাছে এটা অপ্রত্যাশিত। এই পৃথিবীর সমস্ত শিশুদের জন্য এই পুরস্কার আমার তরফে উপহার।’ পাশাপাশি ক্লাব, কোচ আন্সেলোত্তি, পরিবারকে ধন্যবাদ জানান ভিনিসিয়াস।

অন্য দিকে, টানা দ্বিতীয় বার ফিফা বর্ষসেরার মহিলা ফুটবলারের পুরস্কার বোনমাতির। ক্লাব ফুটবলে বার্সেলোনায় খেলেন এই স্প্যানিশ মিডিও। দু-বার ব্যালন ডি’অরও জিতেছেন আইতানা।



Leave a Reply