সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন ড্র হতেই বজ্রপাত ক্রিকেটভক্তদের মাথায়। আচমকা আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin Retirement)। ১৪ বছরের বর্ণোজ্জ্বল কেরিয়ারের সমাপ্তি। কিন্তু তার ইঙ্গিত যেন খানিক আগেই পাওয়া গিয়েছিল। ড্রেসিংরুমে অশ্বিনকে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি। আর ম্যাচ শেষে রোহিত শর্মাকে পাশে বসিয়ে বিদায়বার্তা দিলেন বর্ষীয়ান অলরাউন্ডার।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। টেস্টে যেমন ৫৩৭টি উইকেট আছে, তেমনই ব্যাট হাতেও বারবার ভারতের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন অশ্বিন। সেটা স্বীকার করলেন ভারত অধিনায়কও। রোহিত বললেন, “আমি পারথে এসেই জানতে পারি অশ্বিনের সিদ্ধান্তের কথা। আমি অন্তত ওকে পিঙ্ক বল টেস্ট পর্যন্ত থাকতে বলেছিলাম।”
অবশেষে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে এসে অবসর বার্তা জানালেন অশ্বিন। কিন্তু কেন? রোহিত পরিষ্কার করে জানাচ্ছেন, “ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল। হয়তো ওর মনে হয়েছিল, আপাতত আমার দরকার নেই, তার চেয়ে বিদায় জানাই। সেটা এখনই জানার উপায় নেই। অশ্বিনের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। ও আমাদের অন্যতম শ্রেষ্ঠ ম্যাচ উইনার। ভারতে ওর মতো ম্যাচ উইনার খুব কমই এসেছে। যখনই আমরা বিপদে পড়েছি, অ্যাশের দিকে তাকিয়েছি। আর বারবার ও আমাদের উদ্ধার করেছে। রেকর্ডও ওর হয়ে সেই কথাই বলবে।”
Ravichandran Ashwin announces his retirement from all forms of international cricket.
Congratulations on a brilliant career 👏 pic.twitter.com/UHWAFmMwC0
— 7Cricket (@7Cricket) December 18, 2024
কিন্তু অশ্বিন যে বিদায় নিতে পারেন, সেই জল্পনা ম্যাচ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায়। বৃষ্টির জন্য তখন ড্রেসিংরুমে বসেছিলেন ক্রিকেটাররা। হঠাৎ দেখা যায়, কোহলি জড়িয়ে ধরেছেন অশ্বিনকে। তারপর দীর্ঘক্ষণ কথাও বলেন দুজনে। বাইরে তখন প্রবল বৃষ্টি। তার মধ্যেই অশ্বিনকে দেখে মনে হয় তিনি চোখের জল মুছলেন। ভরসার হাত কাঁধে রেখে বসে রইলেন কোহলি। জাতীয় দলের জার্সি পরে হয়তো এই শেষবার।
🫂💙🇮🇳
Emotional moments from the Indian dressing room 🥹#AUSvINDOnStar #BorderGavaskarTrophy #Ashwin #ViratKohli pic.twitter.com/92a4NqNsyP
— Star Sports (@StarSportsIndia) December 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));