Year Ender 2024: চব্বিশে ভারতীয় ক্রিকেটের রিপোর্ট কার্ড, মেরিন ড্রাইভের ভিড় থেকে একরাশ শূন্যতাImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: দেখতে দেখতে ২০২৪ সালটা শেষের পথে পা বাড়িয়েছে। ক্যালেন্ডার বলছে আজ ১৮ ডিসেম্বর। মাত্র কয়েকটা দিন পরই পড়বে নতুন বছর। এ বছরটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একদিকে বিশেষ। অপরদিকে রয়েছে খানিক বিষন্নতাও। ভারতের দীর্ঘদিনের বিশ্বকাপ ট্রফির খরা যেমন কেটেছে এ বছর, তেমনই ঘরের মাঠে লজ্জার ৩-০ হারের ক্ষতও হয়েছে। এক ঝলকে দেখে নিন চব্বিশে ভারতীয় ক্রিকেট টিমের রিপোর্ট কার্ড।
টি-২০ বিশ্বকাপ জয় – সব কিছু ছাপিয়ে গিয়েছে এ বার এই কুড়ি বিশের বিশ্বকাপ জয়। অপরাজিত থেকে টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বার ভারতীয় শিবিরে বিশ্বকাপ ট্রফি এনেছেন রোহিত শর্মারা। ২৯ জুলাই এই কীর্তি গড়ে টিম ইন্ডিয়া।
মেরিন ড্রাইভে জনজোয়ার – টিম ইন্ডিয়া বার্বাডোজ থেকে এ বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর মেরিন ড্রাইভে জনজোয়ার দেখা গিয়েছিল। বিশ্বজয়ীদের এক ঝলক সামনে থেকে দেখার জন্য মুম্বইয়ের সকল ক্রিকেট প্রেমী রাজপথে নেমে এসেছিলেন।
এই খবরটিও পড়ুন
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় জমানার ইতি – এ বছর টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়।
দ্রাবিড়ের ফেলে যাওয়া হটসিটে গম্ভীর – রাহুল দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ভারতীয় তারকা জুলাই মাসে ভারতীয় টিমের দায়িত্ব নেন।
একঝাঁক ভারতীয় তারকার অবসর – টি-২০ বিশ্বকাপ জয়ের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানান। তাঁদের পথে হাঁটেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও। শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, ধবল কুলকার্নি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, সৌরভ তিওয়ারি, মনোজ তিওয়ারিরাও এ বছর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আজ, ১৮ ডিসেম্বর গাব্বা টেস্ট শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
টি-২০ ক্রিকেটে ইতিহাস ভারতের – বাংলাদেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মেন ইন ব্লু এ বছর হায়দরাবাদের মাটিতে ১২ অক্টোবর দলগত সর্বাধিক রানের রেকর্ড গড়েছিল।
টেস্ট ক্রিকেটে ভারতের লজ্জার নজির – ভারতের মাটিতে এক যুগ পর টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। অজি সফরে যাওয়ার আগে দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩-০ ক্লিনসুইপের লজ্জার নজির গড়েছে।