সলমন ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ভারত-পাক দিয়ে শুরু; ভারতের মাটিতে প্রথম খোখো বিশ্বকাপও!


কলকাতা: আগামী বছরের শুরুতেই ভারত-পাকিস্তান মহাযুদ্ধ খেলার মাঠে! তবে ক্রিকেট, ফুটবল বা অন্য কোনও খেলায় নয়, খোখোতে দেখা হবে দুই যুযুধান দেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিও আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে। যার আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত খেলতে যাবে না ওই দেশে। দুবাইয়ে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সব ম্যাচ। ক্রিকেটের প্রভাব কি প্রথম খোখো বিশ্বকাপে পড়বে? ভারত কি ভিসা দেবে পাকিস্তানি প্লেয়ারদের? এ সব প্রশ্ন কিন্তু বিশ্বকাপের প্রাক্কালে থেকে যাচ্ছে।

১৩ জানুয়ারি শুরু হচ্ছে খোখো বিশ্বকাপ। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম ও নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে হবে বিশ্বকাপের যাবতীয় ম্যাচ। বিশ্বকাপ শুরুই হচ্ছে ভারত-পাকিস্তানের গ্রাপ লিগের ম্যাচ দিয়ে। রোমাঞ্চকর ম্যাচের জন্য অপেক্ষা শুরু হয়ে গিয়েছে যেমন, তেমনই খোখো বিশ্বকাপের আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সলমন খান। যাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির করানোর চেষ্টা করা হচ্ছে। সলমন বলেছেন, ‘প্রথম খোখো বিশ্বকাপের সঙ্গে জুড়ে যেতে পেরে ভালো লাগছে। এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, ভারতের ঐতিহ্য ও শক্তি তুলে ধরার মঞ্চ। আমি, আমরা সবাই জীবনে কখনও না কখনও খোখো খেলেছি। এই খেলাতে ভরপুর রোমাঞ্চ। যে কারণে আন্তর্জাতিক মহলেরও নজর কেড়ে নিয়েছে। চলুন সবাই মিলে খোখো বিশ্বকাপ সেলিব্রেট করি।’

ভারত, পাকিস্তান তো বটেই, ছেলেদের বিভাগে মোট ২১টা দেশ অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। মেয়েদের ২০টা টিম নামবে। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিলের মতো দেশ অংশ নিচ্ছে। মোট ৬১৫ জন প্লেয়ারকে খেলতে দেখা যাবে এই বিশ্বকাপে। হাজির থাকবেন বিভিন্ন দেশের ১২৫ কর্তাও। ১৩ জানুয়ারি শুরু। ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি হবে গ্রুপ লিগের ম্যাচ। ১৭ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল। ১৮ তারিখ দুই বিভাগের চারটে সেমিফাইনালের খেলা। ১৯ জানুয়ারি ফাইনাল। প্রথম খোখো বিশ্বকাপকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য আয়োজক ভারত কোনও কসুর রাখছে না।

Leave a Reply