Virat Kohli: ছেলে-মেয়ের ছবি তুলবেন না! বিমানবন্দরে অস্ট্রেলিয়া মিডিয়ার সঙ্গে তুমুল ঝামেলা বিরাটেরImage Credit source: X
কলকাতা: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। নিশ্চিত ফলোঅন বাঁচিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরা ও আকাশ দীপ। অ্যাডিলেডে হারলেও সিরিজ এখনও ১-১। হাতে রয়েছে মেলবোর্ন ও সিডনি টেস্ট। এই দুটো টেস্ট জিতলে ভারত ৩-১ জিততে পারে। তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু তার আগে ব্যাপক ঝামেলা হয়ে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে। না, ভারতীয় টিমের কারও সঙ্গে নয়। ব্রিসবেন থেকে মেলবোর্ন পৌঁছনোর পরই বিমানবন্দরে বিরাটের সঙ্গে ঝামেলা হল অস্ট্রেলিয়া মিডিয়ার। কারণ কী?
বিরাট এবং অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও ছেলে-মেয়েদের দেখা যায় না। মেয়ে ভামিকা কিংবা ছেলে অকায়কে সেই অর্থে দেখাই যায়নি। যাতে শিশুদের জীবনে কোনও প্রভাব না পড়ে। সেই কারণেই এই সতর্কতা। ভারতীয় মিডিয়াও বিরাটের এই অনুভূতির কথা জানে। এমনকি বিদেশি মিডিয়াও এই ব্যক্তিগত বিষয়কে গুরুত্ব দেয়। কিন্তু অস্ট্রেলিয়া মিডিয়া সব নিয়মের উর্ধ্বে উঠে পড়ল। মেলবোর্ন বিমানবন্দরে পরিবার নিয়ে পা রাখা মাত্রই অজি মিডিয়া ক্যামেরা বন্দি করে বিরাট ও তাঁর ছেলে-মেয়ের ছবি। যা একেবারেই মেনে নিতে পারেননি। তিনি সরাসরি সাংবাদিকের কাছে গিয়ে আবেদন করেন, ছবি ডিলিট করে দেওয়ার জন্য। তা নিয়েই বাগবিতণ্ডা দেখা যায় দু’পক্ষের।
এই খবরটিও পড়ুন
Virat Kohli questioning Australian Journalist & he was not happy with them because they were filming videos on Kohli’s family despite Kohli already told about not making any videos. (7 News). pic.twitter.com/nKtO4WuNDW
— Tanuj Singh (@ImTanujSingh) December 19, 2024
ঘটনা হল, অজি সাংবাদিকদের কাছে আরও ভালো করে বললে, চ্যানেল সেভেনের সাংবাদিকদের শুরুতেই বিরাট বলে দিয়েছিলেন, তাঁর পরিবারের যেন ভিডিয়ো বা ছবি তোলা না হয়। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। বিরাট ছবি ডিলিট করতে বলেন সাংবাদিকদের। বিরাট পরিষ্কার বলেন, ‘আমার পরিবার, ছেলে-মেয়েদের ছবি তোলা হোক, তা একেবারেই চাই না। এই গোপনীয়তাটুকু আমি চাই।’ চ্যানেল সেভেনের সাংবাদিক বিরাটকে জানিয়েছেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার পরিবার, ছেলে-মেয়েদের ছবি তোলা হয়নি।’
Virat Kohli Had An Argument With Australian Media Over They Are Clicking Family’s Pictures Without Permission.👍#ViratKohli #INDvAUS #AUSvIND @imVkohli pic.twitter.com/Zkn9IT3pKW
— virat_kohli_18_club (@KohliSensation) December 19, 2024